ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৫৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৮ বার পড়া হয়েছে

প্রায় ১০ মাস পর খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী। গত ১ ডিসেম্বর খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ ঘোষণা দেন। পরে বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে স্থানীয় পর্যায়ের নেতাদের বৈঠকে সিদ্ধান্তটি বহাল রাখা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন।

চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়টি স্বীকার করে কৃষ্ণ নন্দী জানান, আমিরে জামায়াতের ঘোষণার পর বুধবার স্থানীয় বোর্ডও তার প্রার্থিতা চূড়ান্ত করেছে। তিনি শিগগিরই প্রচারণা শুরু করবেন। আগের ঘোষিত প্রার্থী সম্পর্কে তিনি বলেন, “১ ডিসেম্বর আমিরে জামায়াত আমাদের দুজনকে বুকে বুক মিলিয়ে দিয়ে গেছেন। তিনি নিজেই আমার জন্য প্রচারণায় নেমেছেন। জামায়াতের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।”

আগে ঘোষিত প্রার্থী মাওলানা আবু ইউসুফও সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী খুলনা-১ আসনের প্রার্থী এখন কৃষ্ণ নন্দী। তার পক্ষে তিনি প্রচারণা শুরু করেছেন এবং নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

গত ৯ ফেব্রুয়ারি খুলনার ছয়টি আসনে জামায়াত তাদের প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল। বাকি পাঁচটি আসনে প্রার্থী অপরিবর্তিত থাকলেও খুলনা-১ আসনে প্রায় ১০ মাস পর প্রার্থী পরিবর্তন করে হিন্দু প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতার সেলফি, সমালোচনার ঝড়

খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী

আপডেট সময় ০৭:৫৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

প্রায় ১০ মাস পর খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী। গত ১ ডিসেম্বর খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ ঘোষণা দেন। পরে বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে স্থানীয় পর্যায়ের নেতাদের বৈঠকে সিদ্ধান্তটি বহাল রাখা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন।

চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়টি স্বীকার করে কৃষ্ণ নন্দী জানান, আমিরে জামায়াতের ঘোষণার পর বুধবার স্থানীয় বোর্ডও তার প্রার্থিতা চূড়ান্ত করেছে। তিনি শিগগিরই প্রচারণা শুরু করবেন। আগের ঘোষিত প্রার্থী সম্পর্কে তিনি বলেন, “১ ডিসেম্বর আমিরে জামায়াত আমাদের দুজনকে বুকে বুক মিলিয়ে দিয়ে গেছেন। তিনি নিজেই আমার জন্য প্রচারণায় নেমেছেন। জামায়াতের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।”

আগে ঘোষিত প্রার্থী মাওলানা আবু ইউসুফও সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী খুলনা-১ আসনের প্রার্থী এখন কৃষ্ণ নন্দী। তার পক্ষে তিনি প্রচারণা শুরু করেছেন এবং নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

গত ৯ ফেব্রুয়ারি খুলনার ছয়টি আসনে জামায়াত তাদের প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল। বাকি পাঁচটি আসনে প্রার্থী অপরিবর্তিত থাকলেও খুলনা-১ আসনে প্রায় ১০ মাস পর প্রার্থী পরিবর্তন করে হিন্দু প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।