গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ সদরের হাটগোপালপুর বাজারে নির্বাচনী পথসভায় বক্তব্য দিয়ে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগ ও ডামি প্রার্থীরা অংশ নেন, নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। তিনি দাবি করেন, ভারতের প্রভাবের কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায়, তবে ভোটাররা তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন।
রাশেদ খান জানান, জুলাই গণ-অভ্যুত্থানে অনেক নেতা ও সাধারণ মানুষ শহীদ হয়েছেন। সেই কারণে আওয়ামী লীগের লোকজন বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারবে না। তিনি আরও বলেন, যারা নির্দোষ এবং মানুষের সঙ্গে অন্যায় করেননি, তাদের সঙ্গে কোনো জুলুম করা হবে না। তবে রিফাইন্ড আওয়ামী লীগ নামে ডামি এমপি ও তাদের সহযোগীদের বাংলাদেশী রাজনীতিতে গ্রহণযোগ্য হিসেবে দেখা হবে না।
তিনি নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান এবং বলেন, ভোটের মাঠে টাকা ছিটিয়ে কেউ সফল হতে পারবে না। তিনি ভোটারদের ডামি আওয়ামী দোসরদের দেখামাত্রই প্রতিরোধ করার আহ্বান জানান।
পথসভায় উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলীসহ অন্যান্য নেতারা।






















