বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য দেশে ফেরা নিয়ে প্রত্যাশা ও বাস্তবতার চিত্র তুলে ধরে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন। বুধবার রাত ১১টার এই পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।
রিজভী তার স্ট্যাটাসে লিখেছেন, দীর্ঘদিন ধরে বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে যে বিশাল আয়োজন, লক্ষ মানুষের ঢল, জনতার উচ্ছ্বাস ও আবেগের বিস্ফোরণ কল্পনা করে আসছিলেন—বাস্তবে হয়তো তার কোনোটি ঘটবে না। তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, রাজনৈতিক পরিস্থিতি ও বর্তমান বাস্তবতায় এমন মহাসমাবেশ বা জনউচ্ছ্বাসের সম্ভাবনা নেই বললেই চলে।
বিএনপি সূত্র জানায়, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দলের ভেতরে নানা আলোচনা থাকলেও এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়া হয়নি। তবে রিজভীর পোস্টটি নতুন করে নেতাকর্মীদের মধ্যে ভাবনার খোরাক জুগিয়েছে এবং বিষয়টিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে দলের প্রত্যাশা, বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং রিজভীর খোলামেলা মন্তব্য—সবকিছু মিলিয়ে দেশের রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।




















