ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এভারকেয়ারে নিরাপত্তা জোরদার, পাশের মাঠে হেলিকপ্টার মহড়া আজ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৮ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় ও গুজব পরিস্থিতি মোকাবিলায় এরইমধ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসএসএফের নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। অপপ্রচার বা বিভ্রান্তি এড়াতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, হাসপাতালের প্রধান ফটকে ব্যারিকেড দিয়ে সাধারণ প্রবেশ সীমিত করা হয়েছে। ভেতরে-বাইরে মোতায়েন রয়েছে পুলিশ, এসএসএফ, এপিবিএন, বিজিবি ও র‌্যাবের অতিরিক্ত সদস্য। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও সাধারণ পোশাকে অবস্থান নিয়েছেন। যথাযথ কারণ ছাড়া কাউকে হাসপাতালে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো দায়িত্বশীল সূত্র থেকে আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। কয়েকদিন ধরে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন থাকায় তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) বিশেষ নিরাপত্তা সুবিধা পাচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

ইরানের কাছে বিক্ষোভকারীদের মধ্যে অস্ত্র বিতরণের ফুটেজ আছে: আব্বাস আরাঘচি

এভারকেয়ারে নিরাপত্তা জোরদার, পাশের মাঠে হেলিকপ্টার মহড়া আজ

আপডেট সময় ০৮:৫৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় ও গুজব পরিস্থিতি মোকাবিলায় এরইমধ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসএসএফের নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। অপপ্রচার বা বিভ্রান্তি এড়াতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, হাসপাতালের প্রধান ফটকে ব্যারিকেড দিয়ে সাধারণ প্রবেশ সীমিত করা হয়েছে। ভেতরে-বাইরে মোতায়েন রয়েছে পুলিশ, এসএসএফ, এপিবিএন, বিজিবি ও র‌্যাবের অতিরিক্ত সদস্য। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও সাধারণ পোশাকে অবস্থান নিয়েছেন। যথাযথ কারণ ছাড়া কাউকে হাসপাতালে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো দায়িত্বশীল সূত্র থেকে আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। কয়েকদিন ধরে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন থাকায় তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) বিশেষ নিরাপত্তা সুবিধা পাচ্ছেন।