বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা জানতে ঢাকায় দায়িত্ব পালনরত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে তিনি খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।
এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় আরও সহায়তা দিতে চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে কাজ শুরু করেছে। সকাল ১০টা ১৫ মিনিটে ডা. কাই জিয়ানফাংয়ের নেতৃত্বে ছয় সদস্যের এই মেডিকেল টিম সিসিইউতে প্রবেশ করে তাঁর চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করে।
হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র বলছে, আন্তর্জাতিক পর্যায়ের এই চিকিৎসা সহায়তা খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থা বিবেচনায় সমন্বিতভাবে নেওয়া হয়েছে।




















