ঢাকা ১০:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দেবিদ্বারে গণসংযোগে হাসনাত আব্দুল্লাহ: ‘ভোট আপনার অধিকার, আমার প্রার্থনা শুধু দোয়া’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৩ বার পড়া হয়েছে

এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভোট দেওয়ার পূর্ণ স্বাধীনতা জনগণের।

তিনি বলেন, ‘যাকে ভালো মনে হবে তাকে ভোট দেবেন, নিজের পছন্দের দলকে সমর্থন করবেন—এটাই স্বাভাবিক। শুধু আমার জন্য দোয়া করবেন, যেন আপনাদের পাশে থেকে কাজ করতে পারি।’

বুধবার (৩ ডিসেম্বর) দেবিদ্বারের সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে জনসংযোগে অংশ নিয়ে তিনি আরও বলেন, ‘আমি কারও কাছে ভোট চাইতে আসিনি। ভোট চাওয়ার মতো সামর্থ্য বা আড়ম্বর আমার নেই। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, বাবা ছিলেন রাজমিস্ত্রি। মানুষের সেবা করার ইচ্ছা থেকেই মাঠে নেমেছি।’

পরিবর্তনের বার্তা তুলে ধরে হাসনাত বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানের পর মানুষ নতুন বাস্তবতার স্বপ্ন দেখছে। সেই পরিবর্তনের যাত্রায় আমি অংশ নিতে চাই। একটি গণঅভ্যুত্থান দেশের প্রতিটি খাতে রূপান্তরের সুযোগ তৈরি করেছে; এখন নির্বাচনই সেই পথকে এগিয়ে নেবে।’

এর আগের দিন ভানী ও সুলতানপুর ইউনিয়নে গণসংযোগ ও পদযাত্রার সময়ও তিনি একই বক্তব্য দেন, যা স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
কর্মসূচিতে স্থানীয় এনসিপি নেতারাও তাঁর সঙ্গে ছিলেন।

জনপ্রিয় সংবাদ

লুৎফুজ্জামান বাবর দম্পতির স্বর্ণ ১৪০ ভরি, টাকা ২০ কোটি

দেবিদ্বারে গণসংযোগে হাসনাত আব্দুল্লাহ: ‘ভোট আপনার অধিকার, আমার প্রার্থনা শুধু দোয়া’

আপডেট সময় ০১:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভোট দেওয়ার পূর্ণ স্বাধীনতা জনগণের।

তিনি বলেন, ‘যাকে ভালো মনে হবে তাকে ভোট দেবেন, নিজের পছন্দের দলকে সমর্থন করবেন—এটাই স্বাভাবিক। শুধু আমার জন্য দোয়া করবেন, যেন আপনাদের পাশে থেকে কাজ করতে পারি।’

বুধবার (৩ ডিসেম্বর) দেবিদ্বারের সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে জনসংযোগে অংশ নিয়ে তিনি আরও বলেন, ‘আমি কারও কাছে ভোট চাইতে আসিনি। ভোট চাওয়ার মতো সামর্থ্য বা আড়ম্বর আমার নেই। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, বাবা ছিলেন রাজমিস্ত্রি। মানুষের সেবা করার ইচ্ছা থেকেই মাঠে নেমেছি।’

পরিবর্তনের বার্তা তুলে ধরে হাসনাত বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানের পর মানুষ নতুন বাস্তবতার স্বপ্ন দেখছে। সেই পরিবর্তনের যাত্রায় আমি অংশ নিতে চাই। একটি গণঅভ্যুত্থান দেশের প্রতিটি খাতে রূপান্তরের সুযোগ তৈরি করেছে; এখন নির্বাচনই সেই পথকে এগিয়ে নেবে।’

এর আগের দিন ভানী ও সুলতানপুর ইউনিয়নে গণসংযোগ ও পদযাত্রার সময়ও তিনি একই বক্তব্য দেন, যা স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
কর্মসূচিতে স্থানীয় এনসিপি নেতারাও তাঁর সঙ্গে ছিলেন।