বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটি গঠনে ২০ লাখ টাকার লেনদেনের অভিযোগ তুলেছেন পদবঞ্চিত সভাপতি প্রার্থী মো. ইমরান হোসাইন। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ইমরান অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান, তাইজুলসহ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির হোসেনের সম্পৃক্ততায় অর্থের বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে।
তিনি জানান, সহ-সভাপতি এমএম মুসা তার কাছে সরাসরি ১০ লাখ টাকা দাবি করেন এবং টাকা দিলে সভাপতি বানানোর আশ্বাস দেন। ছাত্র রাজনীতিকে পেশা না করে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করতে চান উল্লেখ করে ইমরান প্রথমে প্রস্তাব প্রত্যাখ্যান করলেও পরে কয়েক ধাপে ২ লাখ টাকা দিতে বাধ্য হন। কিন্তু তাতেও সন্তুষ্ট না হয়ে প্রশাসনের কয়েকজন প্রভাবশালী শিক্ষক-কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে ২০ লাখ টাকারও বেশি লেনদেন হয়েছে বলেও তিনি দাবি করেন।
ইমরানের অভিযোগ, এই লেনদেনের মাধ্যমে প্রশাসনপন্থি, বিতর্কিত ও ছাত্রলীগঘনিষ্ঠ কয়েকজনকে নবগঠিত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় সহ-সভাপতি এম এম মুসা বলেন, “আমরা কমিটিতে রানিং ছাত্রদের রেখেছি। আমার বিরুদ্ধে ২০ লাখ টাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পদ না পাওয়ার হতাশা থেকেই ইমরান এই অভিযোগ তুলেছে। তার কাছে যদি ২০ লাখ তো দূরের কথা, ২০ টাকার লেনদেনেরও প্রমাণ থাকে, আমরা তা খতিয়ে দেখবো।”
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।


























