ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদলের কমিটি নিয়ে ২০ লাখ টাকার লেনদেনের অভিযোগ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৫ বার পড়া হয়েছে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটির গঠনে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ তুলেছেন পদবঞ্চিত সভাপতি প্রার্থী মো. ইমরান হোসাইন। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ইমরান হোসাইন অভিযোগ করেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান, তাইজুলসহ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির হোসেনের সম্পৃক্ততায় অর্থের বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত টিম লিডার সহ-সভাপতি এমএম মুসা সরাসরি তার কাছে ১০ লাখ টাকা দাবি করেন। সভাপতি করার বিনিময়ে তাকে নিয়োগ বাণিজ্য, টেন্ডার সুবিধা ও প্রশাসনিক সংযোগের প্রলোভন দেখানো হয়। ইমরান জানান, চাপের মুখে তিনি কোচিং চালিয়ে উপার্জিত টাকার মধ্য থেকে কয়েক ধাপে ২ লাখ টাকা মুসার হাতে দেন।

তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কিছু প্রভাবশালী শিক্ষক-কর্মচারীর সম্পৃক্ততায় ২০ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে এবং সেই মোতাবেক কমিটি দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে ছাত্রলীগপন্থি তিনজনসহ বিতর্কিত অতীত থাকা ও নেশাগ্রস্ত ব্যক্তিদের রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এম এম মুসা জানান, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পদ না পাওয়ার আক্রোশ থেকেই এমন অভিযোগ তোলা হয়েছে। তিনি চ্যালেঞ্জ করে বলেন, “২০ লাখ তো দূরের কথা, ২০ টাকার লেনদেনের প্রমাণও যদি দিতে পারে, তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখবো।”

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটি প্রকাশ করা হয়।

জনপ্রিয় সংবাদ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

ছাত্রদলের কমিটি নিয়ে ২০ লাখ টাকার লেনদেনের অভিযোগ

আপডেট সময় ০৩:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটির গঠনে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ তুলেছেন পদবঞ্চিত সভাপতি প্রার্থী মো. ইমরান হোসাইন। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ইমরান হোসাইন অভিযোগ করেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান, তাইজুলসহ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির হোসেনের সম্পৃক্ততায় অর্থের বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত টিম লিডার সহ-সভাপতি এমএম মুসা সরাসরি তার কাছে ১০ লাখ টাকা দাবি করেন। সভাপতি করার বিনিময়ে তাকে নিয়োগ বাণিজ্য, টেন্ডার সুবিধা ও প্রশাসনিক সংযোগের প্রলোভন দেখানো হয়। ইমরান জানান, চাপের মুখে তিনি কোচিং চালিয়ে উপার্জিত টাকার মধ্য থেকে কয়েক ধাপে ২ লাখ টাকা মুসার হাতে দেন।

তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কিছু প্রভাবশালী শিক্ষক-কর্মচারীর সম্পৃক্ততায় ২০ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে এবং সেই মোতাবেক কমিটি দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে ছাত্রলীগপন্থি তিনজনসহ বিতর্কিত অতীত থাকা ও নেশাগ্রস্ত ব্যক্তিদের রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এম এম মুসা জানান, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পদ না পাওয়ার আক্রোশ থেকেই এমন অভিযোগ তোলা হয়েছে। তিনি চ্যালেঞ্জ করে বলেন, “২০ লাখ তো দূরের কথা, ২০ টাকার লেনদেনের প্রমাণও যদি দিতে পারে, তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখবো।”

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটি প্রকাশ করা হয়।