ঢাকার উদ্দেশ্যে জোবাইদা রহমান
-
ডেস্ক রিপোর্টঃ
-
আপডেট সময়
০৩:১৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
-
৫৩৯
বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন। বর্তমানে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে—এমন তথ্য জানিয়েছে দলটির উচ্চপর্যায়ের একাধিক সূত্র।
জোবাইদা রহমান ঢাকায় পৌঁছানোর পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা মূল্যায়ন করে তাঁর সঙ্গে লন্ডন যাত্রার সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।
এর আগে গত শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জানায় অন্তর্বর্তীকালীন সরকার।
বিএনপির প্রেস উইং বুধবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব বেশি পরিবর্তন হয়নি। চিকিৎসকরা তাঁর অবস্থাকে স্থিতিশীল বলে মনে করছেন।
এর মধ্যেই চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিল ঢাকায় এসে চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়েছেন।