ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে নিবন্ধন পাচ্ছে তারেকের ‘আমজনতার দল’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৩ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রতীক্ষা ও নির্বাচন কমিশনের (ইসি) সামনে টানা ১২৫ ঘণ্টার অনশন শেষে অবশেষে তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’ নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে। একইসঙ্গে নিবন্ধন পাচ্ছে ‘জনতার দল’ নামের আরেকটি রাজনৈতিক দল। বৃহস্পতিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

ইসি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেশ কয়েকটি দল নিবন্ধনের আবেদন করে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ‘আমজনতার দল’ ও ‘জনতার দল’-এর নাম চূড়ান্ত তালিকায় ছিল না। এ সিদ্ধান্তের প্রতিবাদে ৪ নভেম্বর থেকে আমরণ অনশনে বসেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। শীত ও শারীরিক অসুস্থতা উপেক্ষা করে তিনি টানা ১২৫ ঘণ্টা অনশন চালান।

অনশনের কারণে তার শারীরিক অবস্থা অবনতি হলে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজ ইসিকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায়। পরে এক জরুরি বৈঠকে ইসি কয়েকটি দলের আবেদন পুনর্বিবেচনা করে। পুনর্বিবেচনার পরই দুই দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

অবশেষে নিবন্ধন পাচ্ছে তারেকের ‘আমজনতার দল’

আপডেট সময় ০৩:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ প্রতীক্ষা ও নির্বাচন কমিশনের (ইসি) সামনে টানা ১২৫ ঘণ্টার অনশন শেষে অবশেষে তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’ নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে। একইসঙ্গে নিবন্ধন পাচ্ছে ‘জনতার দল’ নামের আরেকটি রাজনৈতিক দল। বৃহস্পতিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

ইসি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেশ কয়েকটি দল নিবন্ধনের আবেদন করে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ‘আমজনতার দল’ ও ‘জনতার দল’-এর নাম চূড়ান্ত তালিকায় ছিল না। এ সিদ্ধান্তের প্রতিবাদে ৪ নভেম্বর থেকে আমরণ অনশনে বসেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। শীত ও শারীরিক অসুস্থতা উপেক্ষা করে তিনি টানা ১২৫ ঘণ্টা অনশন চালান।

অনশনের কারণে তার শারীরিক অবস্থা অবনতি হলে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজ ইসিকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায়। পরে এক জরুরি বৈঠকে ইসি কয়েকটি দলের আবেদন পুনর্বিবেচনা করে। পুনর্বিবেচনার পরই দুই দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।