ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে স্নিগ্ধের দাবি করা ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম জাহাঙ্গীর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:৩৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে ২৩৭টির পর আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এতে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে। যে ঢাকা-১৮ আসন নিয়ে দীর্ঘদিন ধরেই জটিলতা ও গুঞ্জন ছিল—অবশেষে সেই আসনেও প্রার্থী ঘোষণা করেছে দলটি।

শরিকদের জন্য আসনটি ছাড়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিএনপি নিজস্ব প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের নাম। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন সক্রিয় রাজনীতির পাশাপাশি বিগত সরকারের সময়ে ৩০০টির বেশি রাজনৈতিক মামলার মুখোমুখি হয়েছিলেন তিনি। প্রতিকূলতার মধ্যেও দলের প্রতি তার নিষ্ঠা এবং তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই মনোনয়নে তাকে এগিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলীয় নেতারা।

মনোনয়ন পাওয়ার পর এস এম জাহাঙ্গীর বলেন, “দলের বিশ্বাস ও জনগণের সমর্থন নিয়ে আমি ঢাকা-১৮–এর মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত।”

নেতাকর্মীরা মনে করছেন, তার জনপ্রিয়তা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা আসন্ন নির্বাচনে বিএনপির অবস্থান আরও শক্তিশালী করবে।

জনপ্রিয় সংবাদ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

অবশেষে স্নিগ্ধের দাবি করা ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম জাহাঙ্গীর

আপডেট সময় ০৫:৩৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে ২৩৭টির পর আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এতে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে। যে ঢাকা-১৮ আসন নিয়ে দীর্ঘদিন ধরেই জটিলতা ও গুঞ্জন ছিল—অবশেষে সেই আসনেও প্রার্থী ঘোষণা করেছে দলটি।

শরিকদের জন্য আসনটি ছাড়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিএনপি নিজস্ব প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের নাম। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন সক্রিয় রাজনীতির পাশাপাশি বিগত সরকারের সময়ে ৩০০টির বেশি রাজনৈতিক মামলার মুখোমুখি হয়েছিলেন তিনি। প্রতিকূলতার মধ্যেও দলের প্রতি তার নিষ্ঠা এবং তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই মনোনয়নে তাকে এগিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলীয় নেতারা।

মনোনয়ন পাওয়ার পর এস এম জাহাঙ্গীর বলেন, “দলের বিশ্বাস ও জনগণের সমর্থন নিয়ে আমি ঢাকা-১৮–এর মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত।”

নেতাকর্মীরা মনে করছেন, তার জনপ্রিয়তা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা আসন্ন নির্বাচনে বিএনপির অবস্থান আরও শক্তিশালী করবে।