ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয়বারেও মনোনয়ন পাননি রুমিন ফারহানা, সুযোগ আছে এখনও

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:৪৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর ফলে প্রথম দফায় ঘোষিত ২৩৭ আসনসহ মোট ২৭২ আসনে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। এখনও ২৮টি আসন ফাঁকা রয়েছে যেখানে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়ে গেছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে আলোচিত নেত্রী ও বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবারও প্রার্থী মনোনয়ন পাননি। যদিও তার জেলার দুটি আসন—ব্রাহ্মণবাড়িয়া-২ এবং ব্রাহ্মণবাড়িয়া-৬—এখনও শূন্য রাখা হয়েছে এবং সেসব আসনে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হয়নি।

এর আগে ৩ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রথম দফায় ২৩৭ আসনে দলের প্রার্থী তালিকা প্রকাশ করেন মির্জা ফখরুল। সে তালিকায় মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়ার পর তার প্রার্থিতা স্থগিত করা হয়। নতুন তালিকায় সেই আসনে মনোনয়ন পেয়েছেন নাদিরা আক্তার।

জনপ্রিয় সংবাদ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

দ্বিতীয়বারেও মনোনয়ন পাননি রুমিন ফারহানা, সুযোগ আছে এখনও

আপডেট সময় ০৫:৪৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর ফলে প্রথম দফায় ঘোষিত ২৩৭ আসনসহ মোট ২৭২ আসনে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। এখনও ২৮টি আসন ফাঁকা রয়েছে যেখানে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়ে গেছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে আলোচিত নেত্রী ও বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবারও প্রার্থী মনোনয়ন পাননি। যদিও তার জেলার দুটি আসন—ব্রাহ্মণবাড়িয়া-২ এবং ব্রাহ্মণবাড়িয়া-৬—এখনও শূন্য রাখা হয়েছে এবং সেসব আসনে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হয়নি।

এর আগে ৩ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রথম দফায় ২৩৭ আসনে দলের প্রার্থী তালিকা প্রকাশ করেন মির্জা ফখরুল। সে তালিকায় মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়ার পর তার প্রার্থিতা স্থগিত করা হয়। নতুন তালিকায় সেই আসনে মনোনয়ন পেয়েছেন নাদিরা আক্তার।