ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জয় বাংলা’ স্লোগান ভাইরাল, ফের বহিষ্কার যুবদল নেতা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা যুবদলের নেতা আল জাবের (ওরফে জাবেদ আহমেদ)-এর বহিষ্কারাদেশ নিয়ে বিভ্রান্তির পর কেন্দ্রীয় যুবদল রাতে সিদ্ধান্ত বদলে তার বহিষ্কারাদেশ বহাল রাখল।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের প্রথম বিজ্ঞপ্তিতে জাবেদসহ কয়েকজনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়। কিন্তু পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়—আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জাবেদ জেলা আওয়ামী লীগের সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরীকে ‘অভিভাবক’ বলে সম্বোধন করে এবং বক্তব্যের শেষ ভূমিকায় ‘জয় বাংলা’ স্লোগান দেন। ভিডিওটি ভাইরাল হলে রাত প্রায় ১০টায় যুবদল একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে প্রথম সিদ্ধান্তকে ভুল হিসেবে উল্লেখ করে জানায়, জাবেদের বহিষ্কারাদেশ বাতিল করা হয়েছিল ভুলবশত; তাই তার বহিষ্কারাদেশ পূর্বাবস্থায়ই বহাল থাকবে।

প্রসঙ্গত, জাবেদ ২০২৪ সালের ৫ জুন বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে নির্বাচিত হন। দলের সিদ্ধান্ত অগ্রাহ্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তিনি তখন থেকেই যুবদলের পদ থেকে বহিষ্কৃত ছিলেন। নির্বাচনের পর থেকেই তিনি আওয়ামী লীগের বিভিন্ন সভা–সমাবেশে নিয়মিত উপস্থিত থাকেন বলে জানা যায়।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া বলেন, প্রথমে তাদের তথ্যভান্ডরে ঘাটতি ছিল — তাই ভুলবশত বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল; পরে সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বহিষ্কারাদেশ বহাল রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

জয় বাংলা’ স্লোগান ভাইরাল, ফের বহিষ্কার যুবদল নেতা

আপডেট সময় ০৬:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা যুবদলের নেতা আল জাবের (ওরফে জাবেদ আহমেদ)-এর বহিষ্কারাদেশ নিয়ে বিভ্রান্তির পর কেন্দ্রীয় যুবদল রাতে সিদ্ধান্ত বদলে তার বহিষ্কারাদেশ বহাল রাখল।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের প্রথম বিজ্ঞপ্তিতে জাবেদসহ কয়েকজনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়। কিন্তু পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়—আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জাবেদ জেলা আওয়ামী লীগের সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরীকে ‘অভিভাবক’ বলে সম্বোধন করে এবং বক্তব্যের শেষ ভূমিকায় ‘জয় বাংলা’ স্লোগান দেন। ভিডিওটি ভাইরাল হলে রাত প্রায় ১০টায় যুবদল একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে প্রথম সিদ্ধান্তকে ভুল হিসেবে উল্লেখ করে জানায়, জাবেদের বহিষ্কারাদেশ বাতিল করা হয়েছিল ভুলবশত; তাই তার বহিষ্কারাদেশ পূর্বাবস্থায়ই বহাল থাকবে।

প্রসঙ্গত, জাবেদ ২০২৪ সালের ৫ জুন বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে নির্বাচিত হন। দলের সিদ্ধান্ত অগ্রাহ্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তিনি তখন থেকেই যুবদলের পদ থেকে বহিষ্কৃত ছিলেন। নির্বাচনের পর থেকেই তিনি আওয়ামী লীগের বিভিন্ন সভা–সমাবেশে নিয়মিত উপস্থিত থাকেন বলে জানা যায়।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া বলেন, প্রথমে তাদের তথ্যভান্ডরে ঘাটতি ছিল — তাই ভুলবশত বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল; পরে সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বহিষ্কারাদেশ বহাল রাখা হয়েছে।