জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, তিনি মা খালাদের ভোট পেয়ে সংসদে যাওয়ার লক্ষ্য নিয়েছেন। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বরকামতা ইউনিয়নের বাগুড় এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মা খালারা চাইলে ৫০০ ভোট নয়, ৪ লাখ ভোট পেয়ে সংসদে যাব ইনশাআল্লাহ। নিচু বংশের মানুষকে আমি নিয়ে সংসদে যাব।”
তিনি আরও উল্লেখ করেন, “আমি যদি মাত্র ১০টি ভোট পাই, সেই ১০টি ভোটের জন্যও কাজ করব। যে মানুষ ভোট দিয়ে নির্বাচিত হয়, তার সঙ্গে কাজ করতে চাই। রাজনীতি দুই দিনের, আজ মরলে কাল শেষ। মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় দেবিদ্বারের কিছু মানুষ হুমকি দিচ্ছে এবং ফোনে ভয় দেখাচ্ছে। তিনি উল্লেখ করেন, “ভয় দেখায় যারা নিজেরাই ভয় পায়। আমরা চাইনা সম্পর্ক নষ্ট হোক। আমার মা-বোনেরা বাছাই করবে কে আগামী দিনে সংসদে যাবে। অনেক নেতাদের স্ত্রী এবং তাদের সন্তানরাও আমাদের পক্ষে কাজ শুরু করেছে।”
তিনি জনগণকে আশ্বাস দেন, “আগামী নির্বাচনে কোনো এজেন্ট থাকবে না। কোনো টাকা-পয়সা লাগবে না। আপনারা নির্ভয়ে ভোট দিতে পারবেন এবং পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন।”




















