ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আধিপত্যের জেরে ছাত্রদলের সংঘর্ষ, খালেদা-তারেকের ছবি ভাঙচুর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুরের অভিযোগ উঠেছে একাংশের বিরুদ্ধে। হামলায় অন্তত ৮ জন ছাত্রদল কর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও চেয়ারম্যানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ইউনিট ছাত্রদলের সদস্য সাজ্জাদ মাওলা বিন মিজান ও একই কমিটির সদস্য রাকিব হাসানের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। সাজ্জাদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের অনুসারী, আর রাকিব রাজনীতি করেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সঙ্গে।

অভিযোগ রয়েছে, বুধবার রাতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলের পর রাকিবপন্থীরা কার্যালয় খালি করার নির্দেশ দেয়। বৃহস্পতিবার বিকেলে রাকিবের নেতৃত্বে ৩৫-৪০ জনের একটি দল পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল কার্যালয়ে হামলা চালায়। এসময় খালেদা জিয়া, তারেক রহমান ও কাজী মনিরুজ্জামান মনিরের ছবি ভাঙচুর করা হয়। বাধা দিতে গেলে সাজ্জাদ মাওলা বিন সিয়াম, জুবায়ের হোসেন, আব্দুল্লাহ, সায়েমসহ ৮ জনকে পিটিয়ে আহত করা হয়।

অভিযুক্ত রাকিব হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, কার্যালয়ে অসামাজিক কার্যকলাপ চলায় গ্রামবাসী প্রতিবাদ জানিয়েছে।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষকে শান্ত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সরকারি ক্যাম্পেইনের ব্যানারে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা নিয়ে তোলপাড়

আধিপত্যের জেরে ছাত্রদলের সংঘর্ষ, খালেদা-তারেকের ছবি ভাঙচুর

আপডেট সময় ১০:২৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুরের অভিযোগ উঠেছে একাংশের বিরুদ্ধে। হামলায় অন্তত ৮ জন ছাত্রদল কর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও চেয়ারম্যানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ইউনিট ছাত্রদলের সদস্য সাজ্জাদ মাওলা বিন মিজান ও একই কমিটির সদস্য রাকিব হাসানের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। সাজ্জাদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের অনুসারী, আর রাকিব রাজনীতি করেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সঙ্গে।

অভিযোগ রয়েছে, বুধবার রাতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলের পর রাকিবপন্থীরা কার্যালয় খালি করার নির্দেশ দেয়। বৃহস্পতিবার বিকেলে রাকিবের নেতৃত্বে ৩৫-৪০ জনের একটি দল পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল কার্যালয়ে হামলা চালায়। এসময় খালেদা জিয়া, তারেক রহমান ও কাজী মনিরুজ্জামান মনিরের ছবি ভাঙচুর করা হয়। বাধা দিতে গেলে সাজ্জাদ মাওলা বিন সিয়াম, জুবায়ের হোসেন, আব্দুল্লাহ, সায়েমসহ ৮ জনকে পিটিয়ে আহত করা হয়।

অভিযুক্ত রাকিব হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, কার্যালয়ে অসামাজিক কার্যকলাপ চলায় গ্রামবাসী প্রতিবাদ জানিয়েছে।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষকে শান্ত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।