ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জামায়াতের গণমিছিলে মানুষের ঢল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৫২৬ বার পড়া হয়েছে

 

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদার সমর্থনে “মার্চ উইথ নকিবুল হুদা” শীর্ষক এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মাওলাগঞ্জ বাজার মাঠ থেকে শুরু হওয়া প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই কর্মসূচিতে অংশ নেন হাজারো নেতাকর্মী ও স্থানীয় মানুষ।

সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার সরকারি কলেজ গেট থেকে যাত্রা শুরু করে গণমিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাওলাগঞ্জ বাজার মাঠে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা দলের প্রতীক দাঁড়িপাল্লা হাতে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আসনের পরিচালক কাজী মো. আবুল বাশার এবং পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শামীম নূর ইসলাম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা।

বক্তারা বলেন, বিশাল জনসমাগমই প্রমাণ করে বাঞ্ছারামপুরের মানুষ শান্তি চায় এবং শান্তির প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী দেখতে চায়। আগামী জাতীয় নির্বাচনে হিন্দু-মুসলমান সকলের ভালোবাসায় দাঁড়িপাল্লার প্রার্থী বিজয়ী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জামায়াতের গণমিছিলে মানুষের ঢল

আপডেট সময় ০৯:১৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদার সমর্থনে “মার্চ উইথ নকিবুল হুদা” শীর্ষক এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মাওলাগঞ্জ বাজার মাঠ থেকে শুরু হওয়া প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই কর্মসূচিতে অংশ নেন হাজারো নেতাকর্মী ও স্থানীয় মানুষ।

সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার সরকারি কলেজ গেট থেকে যাত্রা শুরু করে গণমিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাওলাগঞ্জ বাজার মাঠে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা দলের প্রতীক দাঁড়িপাল্লা হাতে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আসনের পরিচালক কাজী মো. আবুল বাশার এবং পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শামীম নূর ইসলাম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা।

বক্তারা বলেন, বিশাল জনসমাগমই প্রমাণ করে বাঞ্ছারামপুরের মানুষ শান্তি চায় এবং শান্তির প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী দেখতে চায়। আগামী জাতীয় নির্বাচনে হিন্দু-মুসলমান সকলের ভালোবাসায় দাঁড়িপাল্লার প্রার্থী বিজয়ী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।