ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শাশুড়ি খালেদা জিয়ার পাশে পুত্রবধূ জোবায়দা রহমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৩৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সম্ভাব্য লন্ডনযাত্রায় সঙ্গী হতে দেশে ফিরেছেন পুত্রবধূ ডা. জোবায়দা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় তার বহনকারী ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি সবুজ রঙের একটি গাড়িতে সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ শাশুড়ির কাছে পৌঁছান।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বেলি, বড় বোন শাহিনা খান জামান বিন্দু, তার স্বামী অবসরপ্রাপ্ত এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এছাড়া উপস্থিত ছিলেন চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ অন্যান্যরা।

ডা. জোবায়দা বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩০২-এ ঢাকা রওনা হন।

এদিকে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে শুক্রবার ঢাকায় পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব ঠিক থাকলে শনিবার আসতে পারে এবং চিকিৎসকের অনুমতি অনুযায়ী খালেদা জিয়া ৭ ডিসেম্বর রওনা হতে পারেন।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতেও কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে চিকিৎসা নিতে গিয়েছিলেন তিনি এবং চার মাস পর দেশে ফেরেন।

২০০৮ সালে তারেক রহমান লন্ডনে চিকিৎসার জন্য যাওয়ার পর থেকে ডা. জোবায়দা রহমান ও তাদের মেয়ে জায়মা রহমানও সেখানে অবস্থান করছিলেন। সাম্প্রতিক একমাসের সফর শেষে তিনি ৫ জুন দেশে ফিরে পুনরায় লন্ডন গিয়েছিলেন এবং এখন খালেদা জিয়ার চিকিৎসাজনিত প্রয়োজনে আবার ঢাকায় ফিরেছেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে উড়ে যাওয়া গ্যাস বেলুন নিয়ে ভারতে আতঙ্ক

শাশুড়ি খালেদা জিয়ার পাশে পুত্রবধূ জোবায়দা রহমান

আপডেট সময় ১২:৩৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সম্ভাব্য লন্ডনযাত্রায় সঙ্গী হতে দেশে ফিরেছেন পুত্রবধূ ডা. জোবায়দা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় তার বহনকারী ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি সবুজ রঙের একটি গাড়িতে সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ শাশুড়ির কাছে পৌঁছান।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বেলি, বড় বোন শাহিনা খান জামান বিন্দু, তার স্বামী অবসরপ্রাপ্ত এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এছাড়া উপস্থিত ছিলেন চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ অন্যান্যরা।

ডা. জোবায়দা বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩০২-এ ঢাকা রওনা হন।

এদিকে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে শুক্রবার ঢাকায় পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব ঠিক থাকলে শনিবার আসতে পারে এবং চিকিৎসকের অনুমতি অনুযায়ী খালেদা জিয়া ৭ ডিসেম্বর রওনা হতে পারেন।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতেও কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে চিকিৎসা নিতে গিয়েছিলেন তিনি এবং চার মাস পর দেশে ফেরেন।

২০০৮ সালে তারেক রহমান লন্ডনে চিকিৎসার জন্য যাওয়ার পর থেকে ডা. জোবায়দা রহমান ও তাদের মেয়ে জায়মা রহমানও সেখানে অবস্থান করছিলেন। সাম্প্রতিক একমাসের সফর শেষে তিনি ৫ জুন দেশে ফিরে পুনরায় লন্ডন গিয়েছিলেন এবং এখন খালেদা জিয়ার চিকিৎসাজনিত প্রয়োজনে আবার ঢাকায় ফিরেছেন।