ঢাকা ০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাওলানা নিজামী ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন: সাদিক কায়েম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৪৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

পাবনার সাঁথিয়ার ফুটবল মাঠে আয়োজিত বিশাল ছাত্র ও যুব সম্মেলনে ভারতীয় আধিপত্য, রাজনৈতিক অস্থিরতা ও তরুণদের দায়িত্ব নিয়ে দৃপ্ত বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট মো. আবু সাদিক কায়েম। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি বলেন, “দিল্লির দালালরা দেশে আধিপত্য বিস্তার করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সবসময় ভারতের আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন—এটিই ছিল তার একমাত্র দোষ।”

সাদিক কায়েম বলেন, সীমান্তে বাংলাদেশিদের ওপর ভারতীয় বিএসএফের হত্যা দীর্ঘদিনের বাস্তবতা, যা নতুন প্রজন্ম আর মেনে নেবে না। তিনি অভিযোগ করেন, “কাঁটাতারের বেড়ায় লাশ ঝুলিয়ে রাখার মতো বর্বরতা আজও চলছে। জন্ম থেকে দেখে আসছি ভারত এ দেশে আধিপত্য চালিয়ে যাচ্ছে। নতুন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ও শাহবাগী দালালদের রাজনীতি চলবে না।”

তরুণদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকতে হবে। “শহীদদের ত্যাগ আমাদের প্রেরণার বাতিঘর। সব শ্রেণির মানুষের আশা পূরণ না হওয়া পর্যন্ত লড়াই থামবে না,”—উল্লেখ করেন তিনি।

ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন জানিয়ে সাদিক কায়েম দাবি করেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ইনসাফের প্রতিনিধিরা জয়ী হচ্ছে, আর জনগণও আগামী দিনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে মুখিয়ে আছে। তিনি বলেন, “কেন্দ্র দখল করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে দেব না। তরুণরা যেমন রাজনীতি চায়—সেই রাজনীতিই হবে দেশের ভবিষ্যৎ।”

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে তরুণদেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং ভোটকেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্বও তাদের নিতে হবে। পাবনা-১ আসনের এমপি প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের প্রশংসা করে তিনি বলেন, “মোমেন ভাই শহীদ নিজামীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। তাঁকে ভূমিধস বিজয়ে পৌঁছাতে হবে।”

নতুন বাংলাদেশে বিভাজন নয়, বরং সকল সম্প্রদায়ের ন্যায্যতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি। নৈতিক শিক্ষাব্যবস্থা, হাসপাতাল-চিকিৎসা সেবা সচল রাখা এবং তরুণদের কর্মসংস্থানের গুরুত্বও তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, পাবনা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনসহ জেলা জামায়াতের সিনিয়র নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাওলানা নিজামী ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন: সাদিক কায়েম

আপডেট সময় ১২:৪৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

পাবনার সাঁথিয়ার ফুটবল মাঠে আয়োজিত বিশাল ছাত্র ও যুব সম্মেলনে ভারতীয় আধিপত্য, রাজনৈতিক অস্থিরতা ও তরুণদের দায়িত্ব নিয়ে দৃপ্ত বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট মো. আবু সাদিক কায়েম। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি বলেন, “দিল্লির দালালরা দেশে আধিপত্য বিস্তার করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সবসময় ভারতের আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন—এটিই ছিল তার একমাত্র দোষ।”

সাদিক কায়েম বলেন, সীমান্তে বাংলাদেশিদের ওপর ভারতীয় বিএসএফের হত্যা দীর্ঘদিনের বাস্তবতা, যা নতুন প্রজন্ম আর মেনে নেবে না। তিনি অভিযোগ করেন, “কাঁটাতারের বেড়ায় লাশ ঝুলিয়ে রাখার মতো বর্বরতা আজও চলছে। জন্ম থেকে দেখে আসছি ভারত এ দেশে আধিপত্য চালিয়ে যাচ্ছে। নতুন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ও শাহবাগী দালালদের রাজনীতি চলবে না।”

তরুণদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকতে হবে। “শহীদদের ত্যাগ আমাদের প্রেরণার বাতিঘর। সব শ্রেণির মানুষের আশা পূরণ না হওয়া পর্যন্ত লড়াই থামবে না,”—উল্লেখ করেন তিনি।

ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন জানিয়ে সাদিক কায়েম দাবি করেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ইনসাফের প্রতিনিধিরা জয়ী হচ্ছে, আর জনগণও আগামী দিনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে মুখিয়ে আছে। তিনি বলেন, “কেন্দ্র দখল করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে দেব না। তরুণরা যেমন রাজনীতি চায়—সেই রাজনীতিই হবে দেশের ভবিষ্যৎ।”

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে তরুণদেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং ভোটকেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্বও তাদের নিতে হবে। পাবনা-১ আসনের এমপি প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের প্রশংসা করে তিনি বলেন, “মোমেন ভাই শহীদ নিজামীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। তাঁকে ভূমিধস বিজয়ে পৌঁছাতে হবে।”

নতুন বাংলাদেশে বিভাজন নয়, বরং সকল সম্প্রদায়ের ন্যায্যতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি। নৈতিক শিক্ষাব্যবস্থা, হাসপাতাল-চিকিৎসা সেবা সচল রাখা এবং তরুণদের কর্মসংস্থানের গুরুত্বও তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, পাবনা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনসহ জেলা জামায়াতের সিনিয়র নেতৃবৃন্দ।