মানিকগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ দুই নেতার কর্মী-সমর্থকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার রাত আটটার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনায় মহাসড়কে কয়েক মিনিটের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আসনটিতে দীর্ঘদিন ধরে মনোনয়নের প্রত্যাশী ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আকবর হোসেন বাবলু এবং জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক (বহিষ্কৃত) তোজাম্মেল হক তোজা। জনসংযোগ, শোডাউনসহ নানা কর্মসূচি চালিয়ে তারা মনোনয়ন পাওয়ার আশায় ছিলেন। কিন্তু বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় দপ্তর থেকে এস এ জিন্নাহ কবীরকে মানিকগঞ্জ-১ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হলে বিক্ষুব্ধ হয়ে ওঠেন তাদের অনুসারীরা।
এরপর সন্ধ্যার পর শতাধিক কর্মী-সমর্থক মহাদেবপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিল থেকে শোনা যায়—‘অবৈধ মনোনয়ন মানি না’, ‘টাকা খেয়ে মনোনয়ন মানিনা’, ‘মানিকগঞ্জের অহংকার খন্দকার দেলোয়ার’সহ নানা স্লোগান।
অন্যদিকে তোজাম্মেল হক তোজা এক সমাবেশে বলেন, “ঘিওর-দৌলতপুর-শিবালয়ের গণমানুষের পরামর্শে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। ধানের শীষের মনোনয়ন আমরা আদায় করেই ছাড়বো।”
খবর পেয়ে শিবালয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, “মহাসড়ক অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। পরিবেশ দ্রুত স্বাভাবিক করা হয়েছে।”




















