গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ শুক্রবার লন্ডনে নেওয়া হচ্ছে না। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে ঢাকায় পৌঁছাতে না পারায় পুরো প্রক্রিয়া পিছিয়ে গেছে বলে জানিয়েছে বিএনপি।
আজ সকাল ১০টায় বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনায় পরিবর্তন এসেছে। সবকিছু ঠিক থাকলে এটি শনিবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, “কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযুক্ত হলে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ইনশাআল্লাহ ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।”
তিনি আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিনের মতোই অপরিবর্তিত রয়েছে।
এদিকে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান চিকিৎসার প্রয়োজনে শাশুড়িকে লন্ডনে নিতে ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন।
১৩ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশব্যাপী উদ্বেগ বিরাজ করছে। চলতি বছরের জানুয়ারিতেও উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন এবং চার মাস চিকিৎসা শেষে মে মাসে দেশে ফিরেছিলেন। এরপর থেকে বাসা ও হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন তিনি।




















