ঢাকা ০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমতায় গেলে নিজের পেট নয়, জনগণের পেট ভরানোর চিন্তায় থাকবে জামায়াত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:২৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

দেশের নীতি ও নৈতিকতা পরিবর্তন না হলে শুধু আইন করে কাউকে বদলানো যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর মিন্টু রোডের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে ন্যাশনাল নার্সেস ফোরাম আয়োজিত জাতীয় নার্সেস সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, নৈতিকতার চর্চার মাধ্যমেই মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। “আমরা ১৮ কোটি মানুষের হাতকে শক্তিশালী করতে চাই। আইন দিয়ে পরিবর্তন আনা যায় না, নৈতিকতা দিয়ে আনা যায়,” মন্তব্য তার।

তিনি জানান, জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষা ও স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সরকারে না গেলেও জনগণের পক্ষে আওয়াজ তুলে যাওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

নার্সদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা কাজটিকে ইবাদত মনে করে করলে জাতি বুঝতে পারবে আপনারাই তাদের আপনজন।” ব্রুনাই সুলতানের উদাহরণ টেনে তিনি বলেন, জনগণের পেট ভরানোই সরকারের মূল দায়িত্ব হওয়া উচিত।

সম্মেলনে সভাপতিত্ব করেন এনএনএফ আহ্বায়ক ড. মো. ইউনুছ আলী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. রফিকুল ইসলাম “Ethical Message of Humanity from The Holy Quran” বিষয়ের ওপর আলোচনা উপস্থাপন করেন।

এছাড়া নার্সিং পেশার অবস্থান, চ্যালেঞ্জ, প্রশিক্ষণ ও উন্নয়ন নিয়ে বক্তব্য দেন বিএমইউ প্রভাষক বুশরা-ই-জান্নাতসহ চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা নার্সদের অধিকার, পেশাগত নিরাপত্তা, কর্মপরিবেশ উন্নয়ন এবং নার্সিং সেক্টরের সমন্বিত অগ্রগতির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

জনপ্রিয় সংবাদ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

ক্ষমতায় গেলে নিজের পেট নয়, জনগণের পেট ভরানোর চিন্তায় থাকবে জামায়াত

আপডেট সময় ০১:২৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

দেশের নীতি ও নৈতিকতা পরিবর্তন না হলে শুধু আইন করে কাউকে বদলানো যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর মিন্টু রোডের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে ন্যাশনাল নার্সেস ফোরাম আয়োজিত জাতীয় নার্সেস সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, নৈতিকতার চর্চার মাধ্যমেই মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। “আমরা ১৮ কোটি মানুষের হাতকে শক্তিশালী করতে চাই। আইন দিয়ে পরিবর্তন আনা যায় না, নৈতিকতা দিয়ে আনা যায়,” মন্তব্য তার।

তিনি জানান, জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষা ও স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সরকারে না গেলেও জনগণের পক্ষে আওয়াজ তুলে যাওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

নার্সদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা কাজটিকে ইবাদত মনে করে করলে জাতি বুঝতে পারবে আপনারাই তাদের আপনজন।” ব্রুনাই সুলতানের উদাহরণ টেনে তিনি বলেন, জনগণের পেট ভরানোই সরকারের মূল দায়িত্ব হওয়া উচিত।

সম্মেলনে সভাপতিত্ব করেন এনএনএফ আহ্বায়ক ড. মো. ইউনুছ আলী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. রফিকুল ইসলাম “Ethical Message of Humanity from The Holy Quran” বিষয়ের ওপর আলোচনা উপস্থাপন করেন।

এছাড়া নার্সিং পেশার অবস্থান, চ্যালেঞ্জ, প্রশিক্ষণ ও উন্নয়ন নিয়ে বক্তব্য দেন বিএমইউ প্রভাষক বুশরা-ই-জান্নাতসহ চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা নার্সদের অধিকার, পেশাগত নিরাপত্তা, কর্মপরিবেশ উন্নয়ন এবং নার্সিং সেক্টরের সমন্বিত অগ্রগতির প্রয়োজনীয়তা তুলে ধরেন।