আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বিএনপির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবদীন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিতীয় দফায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে বরিশাল-৩ আসনকে ঘিরে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান হলো।
এর আগে প্রথম দফায় বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটির নাম ঘোষণা করা হলেও বরিশাল-৩ আসনটি খালি রাখা হয়। সেই শূন্যস্থান আজ পূরণ হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস ফিরে এসেছে।
মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট জয়নুল আবদীন জানান, বাবুগঞ্জ–মুলাদীকে একটি উন্নত আধুনিক এলাকায় রূপান্তর করাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, “সংযোগ সেতু নির্মিত হলে জেলা শহরের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। এ অঞ্চলে শিল্পায়ন গড়ে তুলতে চাই, যাতে যুবকদের চাকরির নতুন সুযোগ তৈরি হয়।”
উপজেলা ছাত্রদলের সভাপতি আতিক আল আমিন প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, “মনে হচ্ছে আল্লাহ তার দিকে মুখ ফিরে তাকিয়েছেন। এখন সবাইকে মান-অভিমান ভুলে একসঙ্গে কাজ করতে হবে।”
বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, “এ ঘোষণা ছিল আমাদের সবচেয়ে প্রত্যাশিত। দল যাকে মনোনয়ন দিয়েছে, তাকে নিয়েই আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ব। জয়নুল আবদীন দীর্ঘদিন এলাকার মানুষের পাশে আছেন—তার নাম ঘোষণায় সংগঠনে পুরনো সেই প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।”
বরিশাল-৩ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবদীনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।




















