ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের শপথ’—মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:১৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “জুলাই হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য। এটা আমাদের শপথ, আমাদের অঙ্গীকার।” শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, চব্বিশের জুলাইয়ে ফ্যাসিস্ট সরকারের নির্দেশে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই গণহত্যার চিত্র প্রমাণিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

এক্সট্রাডিশন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। আমরা চাই তাদের দেশে ফিরিয়ে আনা হোক। তাদের আপিলের অধিকার আছে, তবে দেশীয় ও আন্তর্জাতিক আইন মেনে রায় যেন দ্রুত কার্যকর হয়—সেটাই আমাদের লক্ষ্য।” তিনি আরও বলেন, যারা জুলাই হত্যাকাণ্ডে জড়িত ছিল, যাদের হাতে রক্তের দাগ আছে—তাদের সবাইকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

আগামী নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমাদের হাতে আছে প্রায় ৭০ দিন। আমরা পারব কিনা জানি না, তবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। শহীদদের কাছে এটা আমাদের দায়।”

মাইনাস ফোর প্রসঙ্গে তিনি বলেন, “আমরা কোনো দিনই মাইনাস ফোরের কথা বলিনি। যারা এগুলো বলছে তারা স্বৈরাচারের দোসর। যিনি খুন-গুমের রাজনীতি করেছেন তিনিই জনগণের কাছ থেকে মাইনাস হয়েছেন।”

খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, “খালেদা জিয়া শুধু বিএনপির নয়—জনগণের নেতা। আমরা তাঁর সুস্থতা কামনা করি। তিনি দেশে ফিরে আসুন, নির্বাচনে অংশ নিক—এটাই দেশের প্রয়োজন।”

আগামী নির্বাচন নিয়ে শফিকুল আলম বলেন, “একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকার কাজ করছে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সব দলকে নিয়ে নির্বাচন হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষ করেছে। দেশের শান্তি এবং সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

জনপ্রিয় সংবাদ

‘জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের শপথ’—মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

আপডেট সময় ০২:১৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “জুলাই হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য। এটা আমাদের শপথ, আমাদের অঙ্গীকার।” শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, চব্বিশের জুলাইয়ে ফ্যাসিস্ট সরকারের নির্দেশে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই গণহত্যার চিত্র প্রমাণিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

এক্সট্রাডিশন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। আমরা চাই তাদের দেশে ফিরিয়ে আনা হোক। তাদের আপিলের অধিকার আছে, তবে দেশীয় ও আন্তর্জাতিক আইন মেনে রায় যেন দ্রুত কার্যকর হয়—সেটাই আমাদের লক্ষ্য।” তিনি আরও বলেন, যারা জুলাই হত্যাকাণ্ডে জড়িত ছিল, যাদের হাতে রক্তের দাগ আছে—তাদের সবাইকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

আগামী নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমাদের হাতে আছে প্রায় ৭০ দিন। আমরা পারব কিনা জানি না, তবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। শহীদদের কাছে এটা আমাদের দায়।”

মাইনাস ফোর প্রসঙ্গে তিনি বলেন, “আমরা কোনো দিনই মাইনাস ফোরের কথা বলিনি। যারা এগুলো বলছে তারা স্বৈরাচারের দোসর। যিনি খুন-গুমের রাজনীতি করেছেন তিনিই জনগণের কাছ থেকে মাইনাস হয়েছেন।”

খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, “খালেদা জিয়া শুধু বিএনপির নয়—জনগণের নেতা। আমরা তাঁর সুস্থতা কামনা করি। তিনি দেশে ফিরে আসুন, নির্বাচনে অংশ নিক—এটাই দেশের প্রয়োজন।”

আগামী নির্বাচন নিয়ে শফিকুল আলম বলেন, “একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকার কাজ করছে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সব দলকে নিয়ে নির্বাচন হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষ করেছে। দেশের শান্তি এবং সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”