বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশে আর পাথর মেরে মানুষ হত্যার রাজনীতি চলবে না এবং কেউ এ ধরনের রাজনীতি করতে পারবে না। তিনি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে পাবনার সাঁথিয়ায় জামায়াতে ইসলামীর ছাত্র ও যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
জাহিদুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে আমুল পরিবর্তন হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কিছু মহলে কোনো পরিবর্তন আসেনি। কেউ কেউ জুলাই আন্দোলনকে ব্যবসায়িক কার্ড হিসেবে ব্যবহার করছে। “জুলাই আন্দোলনকে ক্রেডিটের রাজনীতিতে রূপান্তরিত করতে গিয়ে তারা জুলাইয়ের স্পিরিট হারাচ্ছে। কোটি কোটি টাকা কামাই করছে। আজও সচিবালয় ও মন্ত্রণালয়ে দুর্নীতি বন্ধ হয়নি। শহীদরা কি এ জন্য জীবন দিয়েছেন?” তিনি প্রশ্ন তোলেন।
তিনি আরও বলেন, “জুলাইয়ের পর বাংলাদেশে দুর্নীতি চলবে না, সেটা হতে দেওয়া যাবেনা। দেশে আর কোন সন্ত্রাসবাদ, চাঁদাবাজি বা মানুষ হত্যার রাজনীতি চলবে না। পাথর মেরে মানুষ হত্যা করার রাজনীতি শেষ হবে। সিলেট থেকে পাথর নিয়ে খেয়ে ফেলার রাজনীতি আর চলবে না।”
জাহিদুল ইসলাম দেশের রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, “আমরা চাই কাঁদা ছোড়াছুরির রাজনীতি বন্ধ হোক। আপনারা নিজস্ব রাজনৈতিক এজেন্ডা নিয়ে হাজির হোন। দেশের মানুষের জন্য কি করবেন, সেটাই প্রধান বিষয়। এখন থেকে বাংলাদেশে সৎ মানুষের রাজনীতি চলবে।”




















