ঢাকা ০২:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিষিদ্ধ আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

 

শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর নেতৃত্বে ডামুড্যায় অনুষ্ঠিত গণসংযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের তালতলা গ্রামে এ যোগদান অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিধলকুড়া ইউপির সাবেক চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর।

যোগদান অনুষ্ঠানে জানে আলম খোকন মাদবর বলেন,
“নাহিম রাজ্জাক আমার জীবনে যে ক্ষতি করেছে, তা কখনোই পূরণ হওয়ার নয়। ২০১৮ সালের নির্বাচনে আমি নৌকার পক্ষে ছিলাম না, কাজও করিনি। আজ মিয়া নুরুদ্দিন অপু ভাই আমার বাড়িতে এসে আমাকে ফুলের মালা পরিয়েছেন—আমি এই মালার সম্মান আমার জীবন দিয়ে হলেও রাখব। এই এলাকা আগে নৌকার ঘাঁটি ছিল, এখন এটিকে ধানের শীষের ঘাঁটিতে পরিণত করব।”

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি এসএম মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মুজিব কোট আয়রন করে তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেবো: কাজী আতিয়ার রহমান

নিষিদ্ধ আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আপডেট সময় ০৯:২৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

 

শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর নেতৃত্বে ডামুড্যায় অনুষ্ঠিত গণসংযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের তালতলা গ্রামে এ যোগদান অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিধলকুড়া ইউপির সাবেক চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর।

যোগদান অনুষ্ঠানে জানে আলম খোকন মাদবর বলেন,
“নাহিম রাজ্জাক আমার জীবনে যে ক্ষতি করেছে, তা কখনোই পূরণ হওয়ার নয়। ২০১৮ সালের নির্বাচনে আমি নৌকার পক্ষে ছিলাম না, কাজও করিনি। আজ মিয়া নুরুদ্দিন অপু ভাই আমার বাড়িতে এসে আমাকে ফুলের মালা পরিয়েছেন—আমি এই মালার সম্মান আমার জীবন দিয়ে হলেও রাখব। এই এলাকা আগে নৌকার ঘাঁটি ছিল, এখন এটিকে ধানের শীষের ঘাঁটিতে পরিণত করব।”

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি এসএম মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।