ঢাকা ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে স্বেচ্ছাসেবক দল নেতা পলাশসহ চারজনকে সেনাবাহিনীর অভিযানে আটক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৬ বার পড়া হয়েছে

যশোরের কেশবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। তাদের কাছে একটি বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র এবং মাদক পাওয়ার দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে আদালতের মাধ্যমে চারজনকেই কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ (৪০), তার ভাই আলম (৩৫), আলতাপোল গ্রামের উজ্জ্বল (৩৫) এবং নতুন মূলগ্রামের রাসেল (৩০)।

পুলিশ জানায়, গভীররাতের অভিযানে আলমের বাড়ি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অন্যদের কাছ থেকে গাঁজা, রামদা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রও জব্দ করে যৌথবাহিনী।

যশোরের মনিরামপুর-কেশবপুর সার্কেলের এএসপি ইমদাদুল হক বলেন, আটক চারজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ তিনটি মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠান।

এদিকে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল আটক পলাশকে নির্দোষ দাবি করে বলেন, “বিগত সময়ে তার বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল না। হঠাৎ করে এ ধরনের অভিযোগ সন্দেহ সৃষ্টি করছে। পলাশের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে।”

জনপ্রিয় সংবাদ

মুজিব কোট আয়রন করে তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেবো: কাজী আতিয়ার রহমান

যশোরে স্বেচ্ছাসেবক দল নেতা পলাশসহ চারজনকে সেনাবাহিনীর অভিযানে আটক

আপডেট সময় ০৯:০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

যশোরের কেশবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। তাদের কাছে একটি বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র এবং মাদক পাওয়ার দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে আদালতের মাধ্যমে চারজনকেই কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ (৪০), তার ভাই আলম (৩৫), আলতাপোল গ্রামের উজ্জ্বল (৩৫) এবং নতুন মূলগ্রামের রাসেল (৩০)।

পুলিশ জানায়, গভীররাতের অভিযানে আলমের বাড়ি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অন্যদের কাছ থেকে গাঁজা, রামদা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রও জব্দ করে যৌথবাহিনী।

যশোরের মনিরামপুর-কেশবপুর সার্কেলের এএসপি ইমদাদুল হক বলেন, আটক চারজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ তিনটি মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠান।

এদিকে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল আটক পলাশকে নির্দোষ দাবি করে বলেন, “বিগত সময়ে তার বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল না। হঠাৎ করে এ ধরনের অভিযোগ সন্দেহ সৃষ্টি করছে। পলাশের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে।”