ঢাকা ১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তরে যেখানেই পাব, পা কেটে ফেলব’ উপজেলা ছাত্রদল আহ্বায়কের হুমকি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫২৯ বার পড়া হয়েছে

 

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নে বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ছাত্রলীগের সহ-সভাপতি রাতুল হাসান ভূঁইয়াকে মালাপাড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক করার প্রতিবাদ করায়, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সোহেল আহমেদের ওপর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম ভূঁইয়া পা কেটে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠেছে।

ঘটনাটি ঘটেছে ২ ডিসেম্বর। হুমকির অডিওতে দিদারুল আলমকে বলতে শোনা যায়, “তোর একটা পা কেটে ফেলে দেব… তোরে যেখানেই পাই দেখমু।”

এরপর, ৫ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম এবং সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন।

ভুক্তভোগী সোহেল আহমেদ বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুনর্বাসন করার কারণে আমি প্রতিবাদ করেছিলাম। এরপর আমার পা কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে। আমি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি।”

অপর দিকে, দিদারুল আলম দাবি করেছেন, “আমি কাউকে পা কেটে ফেলার হুমকি দিইনি। শুধুমাত্র সংগঠনের বাইরে উল্টাপাল্টা কাজ না করার কথা বলেছি।”

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী বলেন, “ছাত্রদল কর্মীকে হুমকি দেওয়া শিষ্টাচার বহির্ভূত। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে। উপজেলা পর্যায়ে ইউনিয়ন কমিটি দেওয়া নিষিদ্ধ। দলীয় নির্দেশনা অমান্য করার কারণে কেন্দ্র শোকজ পাঠিয়েছে।”


 

জনপ্রিয় সংবাদ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

তরে যেখানেই পাব, পা কেটে ফেলব’ উপজেলা ছাত্রদল আহ্বায়কের হুমকি

আপডেট সময় ০১:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

 

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নে বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ছাত্রলীগের সহ-সভাপতি রাতুল হাসান ভূঁইয়াকে মালাপাড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক করার প্রতিবাদ করায়, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সোহেল আহমেদের ওপর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম ভূঁইয়া পা কেটে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠেছে।

ঘটনাটি ঘটেছে ২ ডিসেম্বর। হুমকির অডিওতে দিদারুল আলমকে বলতে শোনা যায়, “তোর একটা পা কেটে ফেলে দেব… তোরে যেখানেই পাই দেখমু।”

এরপর, ৫ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম এবং সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন।

ভুক্তভোগী সোহেল আহমেদ বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুনর্বাসন করার কারণে আমি প্রতিবাদ করেছিলাম। এরপর আমার পা কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে। আমি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি।”

অপর দিকে, দিদারুল আলম দাবি করেছেন, “আমি কাউকে পা কেটে ফেলার হুমকি দিইনি। শুধুমাত্র সংগঠনের বাইরে উল্টাপাল্টা কাজ না করার কথা বলেছি।”

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী বলেন, “ছাত্রদল কর্মীকে হুমকি দেওয়া শিষ্টাচার বহির্ভূত। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে। উপজেলা পর্যায়ে ইউনিয়ন কমিটি দেওয়া নিষিদ্ধ। দলীয় নির্দেশনা অমান্য করার কারণে কেন্দ্র শোকজ পাঠিয়েছে।”