ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিকে চিঠির পরই বিচলিত কামাল, ভারত ছাড়ার বিষয়ে ফোনালাপ ফাঁস

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৩৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫২৬ বার পড়া হয়েছে

 

ভারতে অবস্থানরত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্প্রতি তার এক ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে ফোনালাপে জানান, বর্তমানে তিনি নিরাপদ বোধ করছেন না। তিনি তার নতুন ঠিকানা গোপন রেখেছেন এবং সাময়িকভাবে কারো সঙ্গে দেখা করতে অনিচ্ছুক।

কামাল ওই ব্যক্তিকে জানান, “আমি এখন ওই ঠিকানায় থাকি না। ওইখান থেকে অন্যত্র চলে এসেছি। আর ভারত তাদের দেশে আমাদের আশ্রয় দিয়েছে। আমাদেরও এমন কোনো কাজ করা ঠিক নয়, যাতে তাদের সমস্যা হয়। আমি তো এখানেও নিরাপদ মনে করছি না। নতুন কোনো চিন্তা করতে হচ্ছে।”

তদন্ত সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর কামাল ভারতে আশ্রয় নেন। জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ডের রায় দেন। এই রায়ের পর বাংলাদেশ সরকার ভারতকে কূটনৈতিক চিঠির মাধ্যমে দুজনকে ফেরত চায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, চিঠি প্রেরণের পর কামাল উদ্বিগ্ন হয়ে তার এক বছরের পুরনো ঠিকানা পরিবর্তন করে ভারতের অজ্ঞাত স্থানে আত্মগোপনে চলে গেছেন।

কামালের ঘনিষ্ঠদের সঙ্গে এই আলোচনার অডিও রেকর্ডও হাতে এসেছে, যেখানে তার নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনার বিষয় উঠে এসেছে।


 

জনপ্রিয় সংবাদ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

দিল্লিকে চিঠির পরই বিচলিত কামাল, ভারত ছাড়ার বিষয়ে ফোনালাপ ফাঁস

আপডেট সময় ০১:৩৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

 

ভারতে অবস্থানরত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্প্রতি তার এক ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে ফোনালাপে জানান, বর্তমানে তিনি নিরাপদ বোধ করছেন না। তিনি তার নতুন ঠিকানা গোপন রেখেছেন এবং সাময়িকভাবে কারো সঙ্গে দেখা করতে অনিচ্ছুক।

কামাল ওই ব্যক্তিকে জানান, “আমি এখন ওই ঠিকানায় থাকি না। ওইখান থেকে অন্যত্র চলে এসেছি। আর ভারত তাদের দেশে আমাদের আশ্রয় দিয়েছে। আমাদেরও এমন কোনো কাজ করা ঠিক নয়, যাতে তাদের সমস্যা হয়। আমি তো এখানেও নিরাপদ মনে করছি না। নতুন কোনো চিন্তা করতে হচ্ছে।”

তদন্ত সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর কামাল ভারতে আশ্রয় নেন। জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ডের রায় দেন। এই রায়ের পর বাংলাদেশ সরকার ভারতকে কূটনৈতিক চিঠির মাধ্যমে দুজনকে ফেরত চায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, চিঠি প্রেরণের পর কামাল উদ্বিগ্ন হয়ে তার এক বছরের পুরনো ঠিকানা পরিবর্তন করে ভারতের অজ্ঞাত স্থানে আত্মগোপনে চলে গেছেন।

কামালের ঘনিষ্ঠদের সঙ্গে এই আলোচনার অডিও রেকর্ডও হাতে এসেছে, যেখানে তার নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনার বিষয় উঠে এসেছে।