ঢাকা ১২:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যৌথবাহিনীর অভিযানে আটক বহিষ্কৃত যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

 

যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক হওয়া বহিষ্কৃত যুবদল নেতা উজ্জ্বল বিশ্বাসের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে হস্তান্তরের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে অস্ত্র, গুলি ও মাদকসহ উজ্জ্বল বিশ্বাসসহ চারজনকে আটক করে যৌথবাহিনী। উজ্জ্বল কেশবপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ৫ আগস্টের পর বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দলীয় পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। তিনি আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ছেলে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, উজ্জ্বলকে রাত সাড়ে নয়টার দিকে কারাগারে হস্তান্তর করা হয় এবং তখনই তিনি অসুস্থ ছিলেন। তার নথিতে উল্লেখ ছিল যে তিনি গণপিটুনির শিকার হয়েছেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বাভাবিকভাবে উত্তর দিলেও ‘ইন্টারনাল হ্যামারেজে’ ভুগছিলেন। প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থা খারাপ হলে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসকের ভাষ্য, উজ্জ্বলের শরীরের বিভিন্ন স্থানে চাপা আঘাত ছিল এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

এদিকে যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা জানান, অভিযোগের ভিত্তিতে উজ্জ্বলকে আগেই দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

বৃহস্পতিবার রাতে আটক হওয়া অন্য তিনজন হলেন—পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ (৪০), তার ভাই আলম (৩৫), এবং নতুনমূল গ্রামের রাসেল (৩০)। অভিযানে বিদেশি পিস্তল, ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যৌথবাহিনী।

জনপ্রিয় সংবাদ

ক্রিকেটের সঙ্গে দেশের সম্মান জড়িত, আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা: মির্জা ফখরুল

যৌথবাহিনীর অভিযানে আটক বহিষ্কৃত যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু

আপডেট সময় ০৩:১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

 

যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক হওয়া বহিষ্কৃত যুবদল নেতা উজ্জ্বল বিশ্বাসের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে হস্তান্তরের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে অস্ত্র, গুলি ও মাদকসহ উজ্জ্বল বিশ্বাসসহ চারজনকে আটক করে যৌথবাহিনী। উজ্জ্বল কেশবপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ৫ আগস্টের পর বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দলীয় পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। তিনি আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ছেলে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, উজ্জ্বলকে রাত সাড়ে নয়টার দিকে কারাগারে হস্তান্তর করা হয় এবং তখনই তিনি অসুস্থ ছিলেন। তার নথিতে উল্লেখ ছিল যে তিনি গণপিটুনির শিকার হয়েছেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বাভাবিকভাবে উত্তর দিলেও ‘ইন্টারনাল হ্যামারেজে’ ভুগছিলেন। প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থা খারাপ হলে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসকের ভাষ্য, উজ্জ্বলের শরীরের বিভিন্ন স্থানে চাপা আঘাত ছিল এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

এদিকে যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা জানান, অভিযোগের ভিত্তিতে উজ্জ্বলকে আগেই দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

বৃহস্পতিবার রাতে আটক হওয়া অন্য তিনজন হলেন—পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ (৪০), তার ভাই আলম (৩৫), এবং নতুনমূল গ্রামের রাসেল (৩০)। অভিযানে বিদেশি পিস্তল, ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যৌথবাহিনী।