ঢাকা ১২:০১ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অপেক্ষায় এয়ার অ্যাম্বুলেন্স, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৪৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। তবে তিনি আকাশপথে ভ্রমণের উপযুক্ত (‘ফ্লাইং ফিট’) কিনা—সে বিষয়ে মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অ্যাম্বুলেন্স ঢাকায় নামবে না। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, যিনি কাতারের কর্তৃপক্ষের সঙ্গে পুরো প্রক্রিয়ায় যোগাযোগ রাখছেন।

তিনি জানান, কাতারের রয়েল অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষই সম্পূর্ণ উদ্যোগে জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে। অনুমতি মিললেই সেই অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা দেবে।

এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা জানান, তিনি এখনো দীর্ঘ আকাশযাত্রার মতো সক্ষমতা অর্জন করেননি। সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে থাকা খালেদা জিয়ার শারীরিক পরীক্ষার সর্বশেষ প্রতিবেদনগুলো পর্যালোচনা করতে গত দুই দিনে মেডিকেল বোর্ড বৈঠক করেছে।

তাকে লন্ডনে নিতে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক ডা. জুবায়দা রহমান। তিনি চিকিৎসা বোর্ডের সঙ্গেও আলোচনা করেছেন। গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যেখানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার চিকিৎসা তত্ত্বাবধান করছেন।

জনপ্রিয় সংবাদ

বাবরি মসজিদ তহবিল: হুমায়ুনের বাড়িতে ১১ ট্রাঙ্ক ভর্তি টাকা, অনলাইনে ৯৩ লাখ

অপেক্ষায় এয়ার অ্যাম্বুলেন্স, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত

আপডেট সময় ০৩:৪৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। তবে তিনি আকাশপথে ভ্রমণের উপযুক্ত (‘ফ্লাইং ফিট’) কিনা—সে বিষয়ে মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অ্যাম্বুলেন্স ঢাকায় নামবে না। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, যিনি কাতারের কর্তৃপক্ষের সঙ্গে পুরো প্রক্রিয়ায় যোগাযোগ রাখছেন।

তিনি জানান, কাতারের রয়েল অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষই সম্পূর্ণ উদ্যোগে জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে। অনুমতি মিললেই সেই অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা দেবে।

এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা জানান, তিনি এখনো দীর্ঘ আকাশযাত্রার মতো সক্ষমতা অর্জন করেননি। সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে থাকা খালেদা জিয়ার শারীরিক পরীক্ষার সর্বশেষ প্রতিবেদনগুলো পর্যালোচনা করতে গত দুই দিনে মেডিকেল বোর্ড বৈঠক করেছে।

তাকে লন্ডনে নিতে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক ডা. জুবায়দা রহমান। তিনি চিকিৎসা বোর্ডের সঙ্গেও আলোচনা করেছেন। গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যেখানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার চিকিৎসা তত্ত্বাবধান করছেন।