ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী নয়, তাই খালেদা জিয়ার বিদেশ যাত্রা স্থগিত: ডা. জাহিদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৫৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৬ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে দীর্ঘ ফ্লাইটের উপযোগী নয় জানিয়ে বিদেশ যাত্রা বিলম্বিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (৬ ডিসেম্বর) এক প্রেস কনফারেন্সে তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক সক্ষমতা এখনো ১০ থেকে ১২ ঘণ্টার ফ্লাইট সহ্য করার মতো স্থিতিশীল হয়নি। মেডিকেল বোর্ড সবকিছু পর্যবেক্ষণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে।

গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া অতীতেও প্রতিকূল অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরেছেন। আল্লাহর ইচ্ছায় এবারও তিনি সুস্থ হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, শরীর প্রয়োজনীয় সাপোর্ট না দিলে বিদেশে নেওয়া সম্ভব নয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ড যখন সবুজ signal দেবে, তখনই তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী নয়, তাই খালেদা জিয়ার বিদেশ যাত্রা স্থগিত: ডা. জাহিদ

আপডেট সময় ০৪:৫৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে দীর্ঘ ফ্লাইটের উপযোগী নয় জানিয়ে বিদেশ যাত্রা বিলম্বিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (৬ ডিসেম্বর) এক প্রেস কনফারেন্সে তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক সক্ষমতা এখনো ১০ থেকে ১২ ঘণ্টার ফ্লাইট সহ্য করার মতো স্থিতিশীল হয়নি। মেডিকেল বোর্ড সবকিছু পর্যবেক্ষণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে।

গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া অতীতেও প্রতিকূল অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরেছেন। আল্লাহর ইচ্ছায় এবারও তিনি সুস্থ হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, শরীর প্রয়োজনীয় সাপোর্ট না দিলে বিদেশে নেওয়া সম্ভব নয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ড যখন সবুজ signal দেবে, তখনই তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।