ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাইনিজ কুড়াল দিয়ে জামায়াত নেতাকে কোপাল ছাত্রলীগ কর্মী, হাসপাতালে ভর্তি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৮ বার পড়া হয়েছে

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মীর হামলায় স্থানীয় জামায়াত নেতা আপেল মাহমুদ (৩৫) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী পৌরসভার গোয়ালপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাড়ি ফেরার সময় গোয়ালপাড়া এলাকায় পৌঁছালে হাসান মিয়া নামে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী চাইনিজ কুড়াল নিয়ে আপেল মাহমুদের ওপর অতর্কিত হামলা চালায়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে তার অবস্থা অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পলাশবাড়ী থানার ওসি প্রশান্ত কুমার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে রক্তের দাগসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগ না এলেও মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

স্থানীয়দের মতে, আহত ও হামলাকারীর মধ্যে দীর্ঘদিনের ব্যক্তিগত বিবাদ চলছিল, যা সাম্প্রতিক সময়ে তীব্র আকার ধারণ করে। হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

চাইনিজ কুড়াল দিয়ে জামায়াত নেতাকে কোপাল ছাত্রলীগ কর্মী, হাসপাতালে ভর্তি

আপডেট সময় ০৫:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মীর হামলায় স্থানীয় জামায়াত নেতা আপেল মাহমুদ (৩৫) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী পৌরসভার গোয়ালপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাড়ি ফেরার সময় গোয়ালপাড়া এলাকায় পৌঁছালে হাসান মিয়া নামে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী চাইনিজ কুড়াল নিয়ে আপেল মাহমুদের ওপর অতর্কিত হামলা চালায়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে তার অবস্থা অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পলাশবাড়ী থানার ওসি প্রশান্ত কুমার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে রক্তের দাগসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগ না এলেও মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

স্থানীয়দের মতে, আহত ও হামলাকারীর মধ্যে দীর্ঘদিনের ব্যক্তিগত বিবাদ চলছিল, যা সাম্প্রতিক সময়ে তীব্র আকার ধারণ করে। হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।