ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টাকা ছাড়াই ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণার ঘোষণা তাসনিম জারার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:৪০:১২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৮ বার পড়া হয়েছে

মনোনয়ন পেলে আগামী জাতীয় নির্বাচনে প্রচলিত রাজনৈতিক ব্যয়ের সংস্কৃতি ভেঙে ব্যতিক্রমী প্রক্রিয়ায় প্রচারণা চালানোর ঘোষণা দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

শনিবার (৬ ডিসেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, অর্থনির্ভর রাজনীতির বিপরীতে দাঁড়িয়ে সম্পূর্ণ স্বেচ্ছাসেবকনির্ভর টিম গঠন করে নির্বাচনী প্রচারণা পরিচালনা করবেন।

তাসনিম জারা বলেন, দেশে একজন প্রার্থী আইনগতভাবে সর্বোচ্চ ২৫ লাখ টাকা খরচের অনুমতি পেলেও বাস্তবে অনেকেই কোটি কোটি টাকা ব্যয় করেন। এ প্রতিযোগিতা নয়—সততা ও স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন করতে চান তিনি।

ঢাকা-৯ আসনে এনসিপির মনোনয়নের জন্য আবেদন করেছেন উল্লেখ করে তিনি বলেন, “আইনে অনুমোদিত টাকার বাইরে আমি ১ টাকাও খরচ করব না।”

অল্প বাজেটে প্রচারণা চালানো সম্ভব—এ দাবি করে তিনি জানান, কত টাকা পেলেন এবং কোথায় খরচ করলেন, সবকিছু ধাপে ধাপে জনগণকে জানাবেন।

নির্বাচনকে সবার অংশগ্রহণে রূপ দিতে তিনি স্বেচ্ছাসেবক টিম গঠনের আহ্বান জানান। গ্রাফিক ডিজাইন, ভিডিও বানানো, উঠান বৈঠক আয়োজন, বাসায় বাসায় প্রচারণা—এমন নানা কাজে জনগণকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানান তিনি।

তাসনিম জারা আরও বলেন, “এবারের নির্বাচন হোক আপনাদের নিজেদের নির্বাচন। সততা দিয়ে রাজনীতি করা সম্ভব—আমরা একসঙ্গে তা প্রমাণ করব।”

জনপ্রিয় সংবাদ

১৪২ বছর বয়সে মারা গেলেন ৪০ বার হজ করা সৌদি আরবের প্রবীণতম ব্যক্তি

টাকা ছাড়াই ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণার ঘোষণা তাসনিম জারার

আপডেট সময় ০৬:৪০:১২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

মনোনয়ন পেলে আগামী জাতীয় নির্বাচনে প্রচলিত রাজনৈতিক ব্যয়ের সংস্কৃতি ভেঙে ব্যতিক্রমী প্রক্রিয়ায় প্রচারণা চালানোর ঘোষণা দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

শনিবার (৬ ডিসেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, অর্থনির্ভর রাজনীতির বিপরীতে দাঁড়িয়ে সম্পূর্ণ স্বেচ্ছাসেবকনির্ভর টিম গঠন করে নির্বাচনী প্রচারণা পরিচালনা করবেন।

তাসনিম জারা বলেন, দেশে একজন প্রার্থী আইনগতভাবে সর্বোচ্চ ২৫ লাখ টাকা খরচের অনুমতি পেলেও বাস্তবে অনেকেই কোটি কোটি টাকা ব্যয় করেন। এ প্রতিযোগিতা নয়—সততা ও স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন করতে চান তিনি।

ঢাকা-৯ আসনে এনসিপির মনোনয়নের জন্য আবেদন করেছেন উল্লেখ করে তিনি বলেন, “আইনে অনুমোদিত টাকার বাইরে আমি ১ টাকাও খরচ করব না।”

অল্প বাজেটে প্রচারণা চালানো সম্ভব—এ দাবি করে তিনি জানান, কত টাকা পেলেন এবং কোথায় খরচ করলেন, সবকিছু ধাপে ধাপে জনগণকে জানাবেন।

নির্বাচনকে সবার অংশগ্রহণে রূপ দিতে তিনি স্বেচ্ছাসেবক টিম গঠনের আহ্বান জানান। গ্রাফিক ডিজাইন, ভিডিও বানানো, উঠান বৈঠক আয়োজন, বাসায় বাসায় প্রচারণা—এমন নানা কাজে জনগণকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানান তিনি।

তাসনিম জারা আরও বলেন, “এবারের নির্বাচন হোক আপনাদের নিজেদের নির্বাচন। সততা দিয়ে রাজনীতি করা সম্ভব—আমরা একসঙ্গে তা প্রমাণ করব।”