ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-৮ আসনে সাদিক কায়েমের প্রার্থিতার খবরে হাদির প্রতিক্রিয়া

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

 


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে—এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতরাতে তার ছবিসহ মনোনয়নসংক্রান্ত পোস্ট ব্যাপকভাবে শেয়ার হয় অনলাইনে।

তবে বিষয়টি নিয়ে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের শনিবার রাতে গণমাধ্যমকে জানান, মনোনয়ন নিয়ে আলোচনা চলছে এবং তা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এদিকে, সাদিক কায়েমের সম্ভাব্য প্রার্থিতা সামনে আসতেই তাকে স্বাগত জানিয়েছেন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন—

“সাদিক কায়েম আমার ভাই। তিনি ঢাকা-৮ এ নির্বাচন করলে আমার ইলেকশন জার্নিটা আরও দারুণ হয়ে উঠবে ইনশাআল্লাহ। জুলাই জজবার দুই প্রাণ একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। সাদিকের জন্য অনেক দোয়া।”

তিনি আরও লেখেন,
“দেশপ্রেমিক জনতার জোয়ারই ওসমান হাদির কর্মী। সার্বভৌম বাংলাদেশের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়াই আমার শক্তি। ঢাকা আটের সমগ্র ময়দানই দলহীন হাদির দল। ইনসাফ জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।”


 

জনপ্রিয় সংবাদ

পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতার সেলফি, সমালোচনার ঝড়

ঢাকা-৮ আসনে সাদিক কায়েমের প্রার্থিতার খবরে হাদির প্রতিক্রিয়া

আপডেট সময় ০৯:৫৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

 


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে—এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতরাতে তার ছবিসহ মনোনয়নসংক্রান্ত পোস্ট ব্যাপকভাবে শেয়ার হয় অনলাইনে।

তবে বিষয়টি নিয়ে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের শনিবার রাতে গণমাধ্যমকে জানান, মনোনয়ন নিয়ে আলোচনা চলছে এবং তা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এদিকে, সাদিক কায়েমের সম্ভাব্য প্রার্থিতা সামনে আসতেই তাকে স্বাগত জানিয়েছেন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন—

“সাদিক কায়েম আমার ভাই। তিনি ঢাকা-৮ এ নির্বাচন করলে আমার ইলেকশন জার্নিটা আরও দারুণ হয়ে উঠবে ইনশাআল্লাহ। জুলাই জজবার দুই প্রাণ একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। সাদিকের জন্য অনেক দোয়া।”

তিনি আরও লেখেন,
“দেশপ্রেমিক জনতার জোয়ারই ওসমান হাদির কর্মী। সার্বভৌম বাংলাদেশের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়াই আমার শক্তি। ঢাকা আটের সমগ্র ময়দানই দলহীন হাদির দল। ইনসাফ জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।”