জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন—এই তিন দলকে নিয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দেওয়া হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন জোটের ঘোষণা দিয়ে বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক অধিকার রক্ষায় এই জোট নতুন ভূমিকা রাখতে চায়। তিনি জানান, আগামী নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, স্বচ্ছ ভোট আয়োজন এবং রাজনৈতিক সংস্কারই হবে জোটের প্রধান লক্ষ্য।
গণ-অধিকার পরিষদের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তাদের কোনো প্রতিনিধি সংবাদ সম্মেলনে দেখা যায়নি। আয়োজকদের দাবি, আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে জোটে যুক্ত হওয়ার বিষয়ে আলোচনা চলছে, এবং শিগগিরই সেগুলোও চূড়ান্ত হতে পারে।























