চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবদলের সদস্য মো. হোসেন মিয়া দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। রোববার সকালে নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করে তিনি জানান, দলের নেতা–কর্মীদের কর্মকাণ্ডে দীর্ঘদিনের অসন্তুষ্টি থেকেই তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ভিডিওতে দুধ ঢালতে ঢালতে হোসেন মিয়াকে বলতে শোনা যায়, ‘জীবন থেকে রাজনীতি একেবারে মুইছা ফেললাম। আর কোনো দিন রাজনীতি করব না। জীবনের অনেক সময়, অর্থ ব্যয় করেছি রাজনীতিতে। দলের কর্মীদের বলব—টাকা, সম্পর্ক বা শক্ত ভিত্তি না থাকলে রাজনীতি করতে যাইয়েন না, আমার মতো অবস্থা হবে।’
তিনি আরও জানান, প্রতীকীভাবে দুধ দিয়ে গোসল করার মাধ্যমে তিনি রাজনীতি থেকে নিজেকে ‘শুদ্ধ’ করার প্রতীকী ঘোষণা দিচ্ছেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদ জামান বিষয়টি তাঁর ফেসবুক আইডি দেখে জেনেছেন বলে জানান। তিনি বলেন, ভিডিওটি দেখেছি, পরে তাঁর সঙ্গে কথা বলবো।























