ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননা মামলা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৫১৪ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তিনি এক ভিডিওতে ‘রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ–ওপিঠ’ বলে মন্তব্য করায় এ মামলা করা হয়।

রবিবার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলার বাদী আইনজীবী রিদওয়ান হোসেন রবিনের জবানবন্দি গ্রহণ করেন। পরে আদালত মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী নাজমুল তালুকদার নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের ধর্মীয় বিশ্বাস অতি স্পর্শকাতর বিষয়। ইসলাম ধর্মে রোজা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ফরজ ইবাদত, আর সনাতন ধর্মাবলম্বীরা তাদের দেব-দেবীর আকৃতি দিয়ে পূজা-অর্চনা করেন। তাই রোজাকে পূজার সঙ্গে তুলনা করা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এবং সমাজে উদ্বেগ–উৎকণ্ঠা সৃষ্টি করে।

অভিযোগে আরও বলা হয়, DSN নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে শিশির মনির ইচ্ছাকৃতভাবে এ মন্তব্য করেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর ফলে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং সামাজিক বিশৃঙ্খলার আশঙ্কা বাড়িয়েছে।


 

জনপ্রিয় সংবাদ

বাবরি মসজিদ তহবিল: হুমায়ুনের বাড়িতে ১১ ট্রাঙ্ক ভর্তি টাকা, অনলাইনে ৯৩ লাখ

জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননা মামলা

আপডেট সময় ০৬:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

 

সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তিনি এক ভিডিওতে ‘রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ–ওপিঠ’ বলে মন্তব্য করায় এ মামলা করা হয়।

রবিবার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলার বাদী আইনজীবী রিদওয়ান হোসেন রবিনের জবানবন্দি গ্রহণ করেন। পরে আদালত মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী নাজমুল তালুকদার নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের ধর্মীয় বিশ্বাস অতি স্পর্শকাতর বিষয়। ইসলাম ধর্মে রোজা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ফরজ ইবাদত, আর সনাতন ধর্মাবলম্বীরা তাদের দেব-দেবীর আকৃতি দিয়ে পূজা-অর্চনা করেন। তাই রোজাকে পূজার সঙ্গে তুলনা করা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এবং সমাজে উদ্বেগ–উৎকণ্ঠা সৃষ্টি করে।

অভিযোগে আরও বলা হয়, DSN নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে শিশির মনির ইচ্ছাকৃতভাবে এ মন্তব্য করেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর ফলে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং সামাজিক বিশৃঙ্খলার আশঙ্কা বাড়িয়েছে।