ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট রাজনীতির অধ্যায় বাংলাদেশে শেষ হয়ে এসেছে। কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠী হত্যা-খুন, গুম, পাথর মারা, চাঁদাবাজি ও দুর্নীতির ঘৃণ্য রাজনীতি আর চালাতে পারবে না। নতুন প্রজন্ম এ ধরনের অপকর্মকে স্বীকার করবে না।
রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে উজিরপুর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী গণ-মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবির সভাপতি বলেন, “বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে যে পরিবর্তন এসেছে, সেটি শুধু একজন ব্যক্তির পালিয়ে যাওয়ার ঘটনা নয়; বরং নতুন প্রজন্মের চিন্তা-চেতনায় আমূল বিপ্লব ঘটেছে। এর প্রভাব আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচনে দেখতে পেয়েছি।”
তিনি অভিযোগ করে বলেন, “আমরা ভেবেছিলাম রাজনীতির সংস্কৃতিতে বড় পরিবর্তন আসবে, কিন্তু কিছু ব্যক্তি ও গোষ্ঠীর আচরণে সেই পরিবর্তন দৃশ্যমান নয়। বরং কিছু ক্ষেত্রে আগের মতোই নেতিবাচক রাজনীতি দেখা যাচ্ছে।”
জাহিদুল ইসলাম আরও বলেন, “যে প্রজন্ম খুনি হাসিনার মতো ফ্যাসিস্টের পতন ঘটাতে সক্ষম, সেই প্রজন্ম রাজনৈতিক সহনশীলতার পক্ষে। পরস্পরের বিরুদ্ধে কাঁদা ছোড়াছুড়ি ও হামলার রাজনীতির কবর জুলাই-আগস্টেই রচিত হয়েছে।”
উজিরপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মু. শাহজাহান, সাবেক আমীর আবদুস সাত্তার, কুমিল্লা মহানগর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, পৌর আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান এবং কুমিল্লা দক্ষিণ জেলা শিবির সভাপতি মহিউদ্দিন রনি।
এর আগে বিপুল সংখ্যক জামায়াত-শিবির নেতাকর্মী নায়েবে আমীর ডা. তাহেরের পক্ষে ও দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে মিয়াবাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গণ-মিছিল করেন।




















