সামনের দিনগুলো দেশের জন্য খুব সুখকর নয়, বরং আরও কঠিন সময় আসছে—এমন সতর্কবার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৭ ডিসেম্বর) ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক দিনব্যাপী কর্মসূচির সমাপনী বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্টের পর থেকেই তিনি আশঙ্কা প্রকাশ করে আসছেন যে সামনে দেশের জন্য চ্যালেঞ্জ আরও বাড়বে।
তারেক রহমান দাবি করেন, বিভিন্ন স্থানে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, যা রুখে দেওয়ার ক্ষমতা শুধু জনগণেরই আছে। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিই পারে এসব ষড়যন্ত্র প্রতিহত করতে। গণতন্ত্র প্রতিষ্ঠাই এর একমাত্র পথ বলে মন্তব্য করেন তিনি। তারেকের ভাষায়, “আমরা যদি যে কোনো মূল্যে জনগণের মতামত প্রতিষ্ঠা করতে পারি, তাহলে বহু ষড়যন্ত্রই প্রতিহত করা সম্ভব।”
তবে ষড়যন্ত্র রুখে দেওয়া গেলেও দেশের সামনে কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে বলে তিনি সতর্ক করেন।
রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনব্যাপী আয়োজিত কর্মসূচির সভাপতিত্ব করেন ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএনপি নেতা জিয়া উদ্দিন হায়দার, আবদুল মজিদ, আমিনুল হক, মীর শাহে আলম, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ অন্যান্য বক্তারা। পরে ছাত্রদলের নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকরা।




















