ঢাকা ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানকে উদ্দেশ করে প্রিসিলার সতর্কবার্তা: ‘দলের ভেতরেই তৈরি হচ্ছে অদৃশ্য শত্রু’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৫০৭ বার পড়া হয়েছে

 

জনাব তারেক রহমানকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশদ সতর্কবার্তা দিয়েছেন প্রিসিলা। তার ভাষ্যে, বিএনপির সামনে অদূরে বড় ধরনের রাজনৈতিক বিপদ দাঁড়িয়ে আছে—আর এর মূল কারণ, নেতা–কর্মীদের ভুল ব্যাখ্যা, ভুল কৌশল এবং অগোছালো আচরণ।

প্রিসিলা লিখেছেন, ভুল পথে জনগণকে বোঝানোর চেষ্টা, অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া এবং পরস্পরের প্রতি অবিশ্বাস দলকে ধীরে ধীরে দুর্বল করে তুলছে। তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনের সময় জামায়াত–শিবিরের কর্মীরা যেভাবে ভয়হীন ও সংগঠিত আচরণ দেখিয়েছে, সেটিই অন্যদের সঙ্গে তাদের পার্থক্য তৈরি করেছে। তাদের রাজনীতি ‘পেতে’ নয়—‘দিতে’, এমনকি প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত—এমন মন্তব্যও করেন তিনি।

নিজেকে নিয়ে করা অপপ্রচার প্রসঙ্গে প্রিসিলা বলেন, তাকে শিবিরের লোক হিসেবে প্রচার করা কিংবা তার পরিবার আমেরিকায় অর্থ পাচার করেছে—এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বিএনপিকেই আরও অজনপ্রিয় করে তুলছে। নিজের পরিবার বরং বাংলাদেশকে প্রায় দুই কোটি টাকার সহায়তা দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

বিএনপি নেতা ব্যারিস্টার ফুয়াদকে আক্রমণ করা হয়েছে—এমন প্রচার নিয়েও প্রশ্ন তোলেন প্রিসিলা। তার মতে, এ ধরনের বিতর্ক দলের জন্য উপকারের চেয়ে ক্ষতিই বেশি ডেকে আনছে।

তিনি বলেন, বিএনপির দলে অদৃশ্য ‘গুপ্ত জামায়াত–শিবির’ সক্রিয় রয়েছে—এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তারা ভেতর থেকেই বিভ্রান্তি তৈরি করছে, এমন ধারণাও ব্যক্ত করেন তিনি। পাশাপাশি দলের অনেক কর্মীর অদক্ষতা, তুচ্ছ ঘটনায় রাগ এবং ভেরিফায়েড আইডি থেকে গালি–গালাজ দেওয়ার মতো আচরণ ভবিষ্যতে বড় ক্ষতির কারণ হতে পারে বলেও সতর্ক করেন।

প্রিসিলা মনে করেন, সরকার গঠনের পথে বিএনপি এগোলেও এখনো প্রস্তুতি যথেষ্ট নয়। কাঠামোবদ্ধ অনলাইন টিম, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কার্যক্রম, মসজিদভিত্তিক বার্তা প্রচার—এগুলোকে শক্তিশালী না করলে রাজনৈতিক ভিত্তি দুর্বলই থাকবে।

তার শেষ পরামর্শ—রাজনীতি যুদ্ধের মতো; শত্রু বাড়িয়ে নয়, কমিয়ে এগোলে তবেই বিজয় আসে। দলের ভেতরের বিভেদ, অযাচিত প্রতিক্রিয়া এবং অসতর্কতা বিএনপির ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলে মনে করেন প্রিসিলা।

জনপ্রিয় সংবাদ

বাবরি মসজিদ তহবিল: হুমায়ুনের বাড়িতে ১১ ট্রাঙ্ক ভর্তি টাকা, অনলাইনে ৯৩ লাখ

তারেক রহমানকে উদ্দেশ করে প্রিসিলার সতর্কবার্তা: ‘দলের ভেতরেই তৈরি হচ্ছে অদৃশ্য শত্রু’

আপডেট সময় ১১:০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

 

জনাব তারেক রহমানকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশদ সতর্কবার্তা দিয়েছেন প্রিসিলা। তার ভাষ্যে, বিএনপির সামনে অদূরে বড় ধরনের রাজনৈতিক বিপদ দাঁড়িয়ে আছে—আর এর মূল কারণ, নেতা–কর্মীদের ভুল ব্যাখ্যা, ভুল কৌশল এবং অগোছালো আচরণ।

প্রিসিলা লিখেছেন, ভুল পথে জনগণকে বোঝানোর চেষ্টা, অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া এবং পরস্পরের প্রতি অবিশ্বাস দলকে ধীরে ধীরে দুর্বল করে তুলছে। তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনের সময় জামায়াত–শিবিরের কর্মীরা যেভাবে ভয়হীন ও সংগঠিত আচরণ দেখিয়েছে, সেটিই অন্যদের সঙ্গে তাদের পার্থক্য তৈরি করেছে। তাদের রাজনীতি ‘পেতে’ নয়—‘দিতে’, এমনকি প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত—এমন মন্তব্যও করেন তিনি।

নিজেকে নিয়ে করা অপপ্রচার প্রসঙ্গে প্রিসিলা বলেন, তাকে শিবিরের লোক হিসেবে প্রচার করা কিংবা তার পরিবার আমেরিকায় অর্থ পাচার করেছে—এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বিএনপিকেই আরও অজনপ্রিয় করে তুলছে। নিজের পরিবার বরং বাংলাদেশকে প্রায় দুই কোটি টাকার সহায়তা দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

বিএনপি নেতা ব্যারিস্টার ফুয়াদকে আক্রমণ করা হয়েছে—এমন প্রচার নিয়েও প্রশ্ন তোলেন প্রিসিলা। তার মতে, এ ধরনের বিতর্ক দলের জন্য উপকারের চেয়ে ক্ষতিই বেশি ডেকে আনছে।

তিনি বলেন, বিএনপির দলে অদৃশ্য ‘গুপ্ত জামায়াত–শিবির’ সক্রিয় রয়েছে—এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তারা ভেতর থেকেই বিভ্রান্তি তৈরি করছে, এমন ধারণাও ব্যক্ত করেন তিনি। পাশাপাশি দলের অনেক কর্মীর অদক্ষতা, তুচ্ছ ঘটনায় রাগ এবং ভেরিফায়েড আইডি থেকে গালি–গালাজ দেওয়ার মতো আচরণ ভবিষ্যতে বড় ক্ষতির কারণ হতে পারে বলেও সতর্ক করেন।

প্রিসিলা মনে করেন, সরকার গঠনের পথে বিএনপি এগোলেও এখনো প্রস্তুতি যথেষ্ট নয়। কাঠামোবদ্ধ অনলাইন টিম, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কার্যক্রম, মসজিদভিত্তিক বার্তা প্রচার—এগুলোকে শক্তিশালী না করলে রাজনৈতিক ভিত্তি দুর্বলই থাকবে।

তার শেষ পরামর্শ—রাজনীতি যুদ্ধের মতো; শত্রু বাড়িয়ে নয়, কমিয়ে এগোলে তবেই বিজয় আসে। দলের ভেতরের বিভেদ, অযাচিত প্রতিক্রিয়া এবং অসতর্কতা বিএনপির ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলে মনে করেন প্রিসিলা।