ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

২০০ আসন জিতলেও জাতীয় সরকার গঠনের ঘোষণা জামায়াত আমিরের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৫২০ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২০০ আসনে এককভাবে জয়ী হলেও দলটি জাতীয় সরকার গঠন করবে— এমন ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। সোমবার দুপুরে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।

বৈঠকে ইইউ রাষ্ট্রদূত ছাড়াও আটটি দেশের কূটনীতিক উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ, নির্বাচন ও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র নিয়ে জামায়াত নেতাদের মতামত জানতে চান।

প্রেস ব্রিফিংয়ে জামায়াত আমির বলেন,
“ইইউ বাংলাদেশকে ইনক্লুসিভ দেখতে চায়। আমরাও নির্বাচিত হলে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ব, কাউকেই বাদ দেওয়া হবে না।”

তিনি জানান, আগামী পাঁচ বছর দেশের স্থিতিশীলতা, অর্থনীতি পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি নির্মূলে জাতীয় সরকার অত্যন্ত জরুরি। এজন্য যেসব রাজনৈতিক দল দুর্নীতিমুক্ত শাসন ও সমান বিচার নিশ্চিতকরণের প্রতিশ্রুতিতে একমত হবে— তাদেরকে নিয়েই সরকার গঠনের আগ্রহ প্রকাশ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন,
“আমরা ২০০ আসনে জিতলেও জাতীয় সরকারই গঠন করব ইনশাআল্লাহ। দুর্নীতি না করা এবং কোনোভাবে দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার প্রতিশ্রুতি নিতে চাই। কেউ যেন বিচার ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ না করে— এটিও নিশ্চিত করতে হবে।”

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতীতের ভুলে না ফিরে ভবিষ্যৎ প্রজন্ম ও যুব সমাজের প্রত্যাশা সম্মানের সঙ্গে বিবেচনায় নেওয়ার সময় এখন।

জনপ্রিয় সংবাদ

২০০ আসন জিতলেও জাতীয় সরকার গঠনের ঘোষণা জামায়াত আমিরের

আপডেট সময় ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২০০ আসনে এককভাবে জয়ী হলেও দলটি জাতীয় সরকার গঠন করবে— এমন ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। সোমবার দুপুরে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।

বৈঠকে ইইউ রাষ্ট্রদূত ছাড়াও আটটি দেশের কূটনীতিক উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ, নির্বাচন ও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র নিয়ে জামায়াত নেতাদের মতামত জানতে চান।

প্রেস ব্রিফিংয়ে জামায়াত আমির বলেন,
“ইইউ বাংলাদেশকে ইনক্লুসিভ দেখতে চায়। আমরাও নির্বাচিত হলে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ব, কাউকেই বাদ দেওয়া হবে না।”

তিনি জানান, আগামী পাঁচ বছর দেশের স্থিতিশীলতা, অর্থনীতি পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি নির্মূলে জাতীয় সরকার অত্যন্ত জরুরি। এজন্য যেসব রাজনৈতিক দল দুর্নীতিমুক্ত শাসন ও সমান বিচার নিশ্চিতকরণের প্রতিশ্রুতিতে একমত হবে— তাদেরকে নিয়েই সরকার গঠনের আগ্রহ প্রকাশ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন,
“আমরা ২০০ আসনে জিতলেও জাতীয় সরকারই গঠন করব ইনশাআল্লাহ। দুর্নীতি না করা এবং কোনোভাবে দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার প্রতিশ্রুতি নিতে চাই। কেউ যেন বিচার ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ না করে— এটিও নিশ্চিত করতে হবে।”

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতীতের ভুলে না ফিরে ভবিষ্যৎ প্রজন্ম ও যুব সমাজের প্রত্যাশা সম্মানের সঙ্গে বিবেচনায় নেওয়ার সময় এখন।