ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির জোটে অনিশ্চয়তা: আসন না পেলে এনসিপি জোটে যাওয়ার ইঙ্গিত জমিয়তের দুই অংশের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৪৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৫১৬ বার পড়া হয়েছে

 

আগামী জাতীয় নির্বাচনে বিএনপির সঙ্গে সমঝোতা বা জোটের প্রত্যাশায় ছিল জমিয়তে উলামায়ে ইসলামের দুটি অংশ ও ইসলামী ঐক্যজোটের একটি অংশ। তবে কাঙ্ক্ষিত আসন না পাওয়ায় এসব দলের মধ্যে হতাশা তৈরি হয়েছে। ইতোমধ্যে বিএনপি তাদের দাবি করা অধিকাংশ আসনেই প্রার্থী ঘোষণা করেছে।

এই পরিস্থিতিতে জমিয়তের একাংশ ইঙ্গিত দিয়েছে—চাহিদা অনুযায়ী আসন না পেলে তারা এনসিপি জোটে যোগ দিতে পারে। অন্যদিকে ইসলামী ঐক্যজোটের একাংশ জানিয়েছে, শীর্ষ আলেমদের সঙ্গে পরামর্শ শেষে দ্রুত তাদের সিদ্ধান্ত জানানো হবে। জমিয়তের আরও একটি অংশ বিএনপির কাছ থেকে অন্তত একটি আসন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী জানান যে বিএনপির সঙ্গে সমঝোতার বিষয়ে আলোচনা চলছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তারা ১২–১৩টি আসনে প্রার্থী দিতে চান। কাঙ্ক্ষিত আসন না পেলে এনসিপি জোটে যাওয়ার সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন।

দলের আরেক নেতা জানান, তাদের কাঙ্ক্ষিত বেশির ভাগ আসনেই বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। এখনো চারটি আসন ফাঁকা আছে—সিলেট-৫, নীলফামারী-২, নারায়ণগঞ্জ-৪ এবং ব্রাহ্মণবাড়িয়া-২—যেখানে তাদের মনোনীত নেতাদের প্রার্থী হওয়ার প্রত্যাশা ছিল।

জমিয়তের অন্য অংশের চাওয়া ছিল কুমিল্লা-৬, যশোর-৫, সুনামগঞ্জ-৩ ও সুনামগঞ্জ-১ আসন। তবে এসব আসনেও বিএনপি ইতোমধ্যে প্রার্থী দিয়েছে, ফলে হতাশা দেখা দিয়েছে সেই অংশেও। দলের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম জানান, আসন বণ্টন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। ফখরুল তাদের দাবির বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন এবং বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।

অন্যদিকে, ইসলামী ঐক্যজোটের একাংশ বিএনপির জোটে থাকার আগ্রহ প্রকাশ করলেও এখনো বিএনপি তাদের কাছে কোনো প্রস্তাব দেয়নি। দলটির মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী জানান, শীর্ষ আলেমদের (হেফাজতসহ) সঙ্গে আলোচনা করে তারা দ্রুত অবস্থান জানাবেন।

জনপ্রিয় সংবাদ

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

বিএনপির জোটে অনিশ্চয়তা: আসন না পেলে এনসিপি জোটে যাওয়ার ইঙ্গিত জমিয়তের দুই অংশের

আপডেট সময় ০৪:৪৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

 

আগামী জাতীয় নির্বাচনে বিএনপির সঙ্গে সমঝোতা বা জোটের প্রত্যাশায় ছিল জমিয়তে উলামায়ে ইসলামের দুটি অংশ ও ইসলামী ঐক্যজোটের একটি অংশ। তবে কাঙ্ক্ষিত আসন না পাওয়ায় এসব দলের মধ্যে হতাশা তৈরি হয়েছে। ইতোমধ্যে বিএনপি তাদের দাবি করা অধিকাংশ আসনেই প্রার্থী ঘোষণা করেছে।

এই পরিস্থিতিতে জমিয়তের একাংশ ইঙ্গিত দিয়েছে—চাহিদা অনুযায়ী আসন না পেলে তারা এনসিপি জোটে যোগ দিতে পারে। অন্যদিকে ইসলামী ঐক্যজোটের একাংশ জানিয়েছে, শীর্ষ আলেমদের সঙ্গে পরামর্শ শেষে দ্রুত তাদের সিদ্ধান্ত জানানো হবে। জমিয়তের আরও একটি অংশ বিএনপির কাছ থেকে অন্তত একটি আসন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী জানান যে বিএনপির সঙ্গে সমঝোতার বিষয়ে আলোচনা চলছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তারা ১২–১৩টি আসনে প্রার্থী দিতে চান। কাঙ্ক্ষিত আসন না পেলে এনসিপি জোটে যাওয়ার সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন।

দলের আরেক নেতা জানান, তাদের কাঙ্ক্ষিত বেশির ভাগ আসনেই বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। এখনো চারটি আসন ফাঁকা আছে—সিলেট-৫, নীলফামারী-২, নারায়ণগঞ্জ-৪ এবং ব্রাহ্মণবাড়িয়া-২—যেখানে তাদের মনোনীত নেতাদের প্রার্থী হওয়ার প্রত্যাশা ছিল।

জমিয়তের অন্য অংশের চাওয়া ছিল কুমিল্লা-৬, যশোর-৫, সুনামগঞ্জ-৩ ও সুনামগঞ্জ-১ আসন। তবে এসব আসনেও বিএনপি ইতোমধ্যে প্রার্থী দিয়েছে, ফলে হতাশা দেখা দিয়েছে সেই অংশেও। দলের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম জানান, আসন বণ্টন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। ফখরুল তাদের দাবির বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন এবং বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।

অন্যদিকে, ইসলামী ঐক্যজোটের একাংশ বিএনপির জোটে থাকার আগ্রহ প্রকাশ করলেও এখনো বিএনপি তাদের কাছে কোনো প্রস্তাব দেয়নি। দলটির মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী জানান, শীর্ষ আলেমদের (হেফাজতসহ) সঙ্গে আলোচনা করে তারা দ্রুত অবস্থান জানাবেন।