কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেনের বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় রংমিস্ত্রি ও হাঁস ক্রেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
৮ ডিসেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া থানায় এ অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী রংমিস্ত্রি কামরুল হাসান ও মোহাম্মদ রুবেল। চাঁদা আদায়ে জড়িত থাকার অভিযোগে সাব্বিরসহ সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন এবং আরও আটজনের নাম অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শিদলাই বাজার থেকে রুবেল ৭০০ টাকায় একটি হাঁস কিনলে ছাত্রদল নেতা সাব্বির ৩০০ টাকা ‘হাঁসের খাজনা’ দাবি করেন। চাঁদা না দেওয়ায় সাব্বির ও তার অনুসারীরা রুবেলকে মারধর করে। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে রংমিস্ত্রি কামরুলকেও মারধর করা হয় এবং তার কাছ থেকে ৬০ হাজার টাকা ও পাসপোর্ট ছিনিয়ে নেওয়া হয়।
স্থানীয় একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান, সাব্বির আলম সপ্তাহে দুই দিন বাজার থেকে চাঁদা তোলে, যার ফলে এলাকাবাসী আতঙ্কে থাকে।
অভিযোগকারী কামরুল বলেন, “আমি রংয়ের কাজ করে জীবিকা নির্বাহ করি। বাজারে প্রতিদিনই খাজনার নামে চাঁদা তোলে তারা। আমাকে পিটিয়ে ৬০ হাজার টাকা ও পাসপোর্ট নিয়ে গেছে।”
মোহাম্মদ রুবেল বলেন, “চাঁদা না দেওয়ায় আমাকে বাজারে প্রচণ্ড মারধর করা হয়েছে।”
এ বিষয়ে ছাত্রদল নেতা সাব্বির দাবি করেন, “আমার বিরুদ্ধে একই দলের একটি মহল ষড়যন্ত্র করছে।”
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম জানান, দুটি অভিযোগ পাওয়া গেছে, ঘটনাস্থলে গিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।






















