ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির একটি অংশ নব্য ফ্যাসিবাদী : ব্যারিস্টার ফুয়াদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৪০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সোমবার দুপুরে বরিশাল রিপোর্টস ইউনিটি ও বরিশাল প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির রাজনৈতিক অঙ্গনে একটি ছোট অংশের আচরণ “নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতোই” হয়ে উঠছে।

তিনি অভিযোগ করেন, তার ওপর হামলার ঘটনায় পুলিশ প্রশাসন দেখেও না দেখার ভান করেছে। বাবুগঞ্জে একটি ব্রিজ উদ্বোধনের সময় বিএনপির কিছু ব্যক্তি তাকে ও তার দলের নেতাকর্মীদের প্রকাশ্যে লাঞ্ছিত করলেও পুলিশ কেবল কয়েকবার বাঁশি বাজানো ছাড়া কোনো ব্যবস্থা নেয়নি।

ফুয়াদ বলেন, “হাসিনার ফ্যাসিবাদের সময়ও আমরা রাস্তায় ছিলাম। এখনো হুমকি-ধামকিতে আমরা পিছিয়ে যাব না। এবি পার্টি কখনো লেজ গুটিয়ে রাজনীতি করে না।”
তিনি আরও দাবি করেন, বাবুগঞ্জ ও মুলাদীর দুর্গম এলাকায় তাদের নেতা-কর্মীদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। গ্রামে গ্রামে রামদা তৈরির কার্যক্রম চলছে এবং ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে বোমা তৈরির কারখানা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আগস্টের আগের বাংলাদেশ ছিল “শেখ পরিবারময়”, কিন্তু আগস্টের পর পরিস্থিতি পাল্টে গেছে। তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্রের রাজনীতি করুন, দেশকে ভালোবেসে ভালো রাজনীতি করুন।”

তিনি অভিযোগ করেন, বর্তমান প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রোববারের ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনী যে ভূমিকা পালন করেছে, তার দায় নিতে হবে। এসময় তিনি বাবুগঞ্জ থানার ওসিকে সাময়িক বরখাস্ত করার দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

বিএনপির একটি অংশ নব্য ফ্যাসিবাদী : ব্যারিস্টার ফুয়াদ

আপডেট সময় ০৭:৪০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সোমবার দুপুরে বরিশাল রিপোর্টস ইউনিটি ও বরিশাল প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির রাজনৈতিক অঙ্গনে একটি ছোট অংশের আচরণ “নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতোই” হয়ে উঠছে।

তিনি অভিযোগ করেন, তার ওপর হামলার ঘটনায় পুলিশ প্রশাসন দেখেও না দেখার ভান করেছে। বাবুগঞ্জে একটি ব্রিজ উদ্বোধনের সময় বিএনপির কিছু ব্যক্তি তাকে ও তার দলের নেতাকর্মীদের প্রকাশ্যে লাঞ্ছিত করলেও পুলিশ কেবল কয়েকবার বাঁশি বাজানো ছাড়া কোনো ব্যবস্থা নেয়নি।

ফুয়াদ বলেন, “হাসিনার ফ্যাসিবাদের সময়ও আমরা রাস্তায় ছিলাম। এখনো হুমকি-ধামকিতে আমরা পিছিয়ে যাব না। এবি পার্টি কখনো লেজ গুটিয়ে রাজনীতি করে না।”
তিনি আরও দাবি করেন, বাবুগঞ্জ ও মুলাদীর দুর্গম এলাকায় তাদের নেতা-কর্মীদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। গ্রামে গ্রামে রামদা তৈরির কার্যক্রম চলছে এবং ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে বোমা তৈরির কারখানা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আগস্টের আগের বাংলাদেশ ছিল “শেখ পরিবারময়”, কিন্তু আগস্টের পর পরিস্থিতি পাল্টে গেছে। তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্রের রাজনীতি করুন, দেশকে ভালোবেসে ভালো রাজনীতি করুন।”

তিনি অভিযোগ করেন, বর্তমান প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রোববারের ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনী যে ভূমিকা পালন করেছে, তার দায় নিতে হবে। এসময় তিনি বাবুগঞ্জ থানার ওসিকে সাময়িক বরখাস্ত করার দাবি জানান।