ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষের প্রার্থীকে ‘দুনিয়ায় পাঠানো ফেরেশতা’ বললেন বিএনপি নেতা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৩০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৫২৮ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প–বাণিজ্যবিষয়ক সহ–সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ–২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে দলীয় প্রার্থী আমিনুল ইসলামকে আল্লাহর পাঠানো ‘ফেরেশতা’ বলে উল্লেখ করেছেন ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম–সম্পাদক আল হেলাল। সোমবার (৮ ডিসেম্বর) রাতে ভোলাহাট উপজেলার কালিতলা বাজারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ–মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন এমপি প্রার্থী আমিনুল ইসলাম। বক্তব্যে আল হেলাল বলেন, আমিনুল ইসলাম ধানের শীষের মনোনয়ন পেয়েছেন এবং তাকে দলীয় প্রতীক নিয়ে মেনে নেওয়া উচিত। তিনি দাবি করেন, কেউ আমিনুল ইসলামের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।
তিনি আরও বলেন, “আমিনুল ইসলামের মতো ভালো মানুষ এই তিন থানায় আর পাওয়া যাবে না। মনে হয় তিনি আল্লাহর ফেরেশতা, যাকে দুনিয়ায় পাঠানো হয়েছে।”

এ সময় তিনি দুই সাবেক নারী প্রধানমন্ত্রীর প্রসঙ্গ উল্লেখ করে বলেন, খালেদা জিয়ার জন্য দেশে–বিদেশে মানুষ দোয়া করছে, আর শেখ হাসিনা সম্পর্কে মানুষ ভিন্ন ধরনের দোয়া করে—যা নিয়ে সমালোচনাও তৈরি হয়।
সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনসার আলী বিশ্বাস। উপস্থিত ছিলেন বিএনপির কয়েকজন সাবেক নেতা ও স্থানীয় নেতাকর্মীরা।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির একজন নেতা বলেন, এমন মন্তব্য দায়িত্বশীলতার পরিপন্থী এবং নেতাকর্মীদের বক্তব্যের ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত।

জনপ্রিয় সংবাদ

ধানের শীষের প্রার্থীকে ‘দুনিয়ায় পাঠানো ফেরেশতা’ বললেন বিএনপি নেতা

আপডেট সময় ১১:৩০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প–বাণিজ্যবিষয়ক সহ–সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ–২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে দলীয় প্রার্থী আমিনুল ইসলামকে আল্লাহর পাঠানো ‘ফেরেশতা’ বলে উল্লেখ করেছেন ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম–সম্পাদক আল হেলাল। সোমবার (৮ ডিসেম্বর) রাতে ভোলাহাট উপজেলার কালিতলা বাজারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ–মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন এমপি প্রার্থী আমিনুল ইসলাম। বক্তব্যে আল হেলাল বলেন, আমিনুল ইসলাম ধানের শীষের মনোনয়ন পেয়েছেন এবং তাকে দলীয় প্রতীক নিয়ে মেনে নেওয়া উচিত। তিনি দাবি করেন, কেউ আমিনুল ইসলামের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।
তিনি আরও বলেন, “আমিনুল ইসলামের মতো ভালো মানুষ এই তিন থানায় আর পাওয়া যাবে না। মনে হয় তিনি আল্লাহর ফেরেশতা, যাকে দুনিয়ায় পাঠানো হয়েছে।”

এ সময় তিনি দুই সাবেক নারী প্রধানমন্ত্রীর প্রসঙ্গ উল্লেখ করে বলেন, খালেদা জিয়ার জন্য দেশে–বিদেশে মানুষ দোয়া করছে, আর শেখ হাসিনা সম্পর্কে মানুষ ভিন্ন ধরনের দোয়া করে—যা নিয়ে সমালোচনাও তৈরি হয়।
সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনসার আলী বিশ্বাস। উপস্থিত ছিলেন বিএনপির কয়েকজন সাবেক নেতা ও স্থানীয় নেতাকর্মীরা।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির একজন নেতা বলেন, এমন মন্তব্য দায়িত্বশীলতার পরিপন্থী এবং নেতাকর্মীদের বক্তব্যের ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত।