ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোকে বিএনপি নেতা হারুনুর রশীদের মৃত্যু

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:১৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৯ বার পড়া হয়েছে

 

লক্ষ্মীপুরে নির্বাচনী উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোক করে হারুনুর রশীদ (৬৩) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে পৌরসভার ১৩নং ওয়ার্ডের রাজিবপুর এলাকায় অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে এ ঘটনা ঘটে।

হারুনুর রশীদ সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং রাজিবপুর নোয়া বাড়ির বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন কৃষক।

তার আকস্মিক মৃত্যুতে জেলা বিএনপি গভীর শোক জানিয়েছে। বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল কাদের হাজি বাড়ি এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির উপস্থিতিতে মহিলাদের নিয়ে উঠান বৈঠক চলছিল। এ সময় হঠাৎ স্ট্রোক করলে হারুনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু পথেই তিনি মারা যান।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “হারুন বিএনপির প্রবীণ ও নিবেদিতপ্রাণ নেতা। দলের প্রতি তার অসংখ্য ত্যাগ রয়েছে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের পাশে আছি।”

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের ১৪৯ স্থানে একযোগে হামলা রাশিয়ার

উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোকে বিএনপি নেতা হারুনুর রশীদের মৃত্যু

আপডেট সময় ০৬:১৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

 

লক্ষ্মীপুরে নির্বাচনী উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোক করে হারুনুর রশীদ (৬৩) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে পৌরসভার ১৩নং ওয়ার্ডের রাজিবপুর এলাকায় অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে এ ঘটনা ঘটে।

হারুনুর রশীদ সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং রাজিবপুর নোয়া বাড়ির বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন কৃষক।

তার আকস্মিক মৃত্যুতে জেলা বিএনপি গভীর শোক জানিয়েছে। বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল কাদের হাজি বাড়ি এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির উপস্থিতিতে মহিলাদের নিয়ে উঠান বৈঠক চলছিল। এ সময় হঠাৎ স্ট্রোক করলে হারুনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু পথেই তিনি মারা যান।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “হারুন বিএনপির প্রবীণ ও নিবেদিতপ্রাণ নেতা। দলের প্রতি তার অসংখ্য ত্যাগ রয়েছে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের পাশে আছি।”