ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ আজ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৪০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৫০৬ বার পড়া হয়েছে

 

জুলাই বিপ্লবের সামনের সারির নেতা ও ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালন করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের গুঞ্জন জোরদার হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে তিনি সরে দাঁড়াতে পারেন বলে কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছে।

এমন পরিস্থিতিতে আজ বুধবার বিকেল ৩টায় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সমসাময়িক নানা বিষয় নিয়ে তিনি প্রেস ব্রিফিং করবেন।

মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, শুধুমাত্র সমসাময়িক বিষয় নয়—আজকের ব্রিফিংয়ে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলবেন এবং গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দেবেন। সেটিই তার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র একাধিক নেতা তার পদত্যাগের বিষয়টিকে নিশ্চিত করার ইঙ্গিত দিয়েছেন, যদিও কেউই নাম প্রকাশে আগ্রহী নন।

এর আগে উপদেষ্টা পরিষদ থেকে সরে দাঁড়িয়ে আগামী নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন আসিফ মাহমুদ। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়ার পর তার হঠাৎ গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে জোরদার হয়েছে রাজনৈতিক জল্পনা।

তিনি কোন দলে যোগ দেবেন—এনসিপি, বিএনপি নাকি গণঅধিকার পরিষদ—এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তার সম্ভাব্য পদত্যাগ ও আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা।

জনপ্রিয় সংবাদ

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান

উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ আজ

আপডেট সময় ০৮:৪০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

 

জুলাই বিপ্লবের সামনের সারির নেতা ও ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালন করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের গুঞ্জন জোরদার হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে তিনি সরে দাঁড়াতে পারেন বলে কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছে।

এমন পরিস্থিতিতে আজ বুধবার বিকেল ৩টায় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সমসাময়িক নানা বিষয় নিয়ে তিনি প্রেস ব্রিফিং করবেন।

মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, শুধুমাত্র সমসাময়িক বিষয় নয়—আজকের ব্রিফিংয়ে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলবেন এবং গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দেবেন। সেটিই তার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র একাধিক নেতা তার পদত্যাগের বিষয়টিকে নিশ্চিত করার ইঙ্গিত দিয়েছেন, যদিও কেউই নাম প্রকাশে আগ্রহী নন।

এর আগে উপদেষ্টা পরিষদ থেকে সরে দাঁড়িয়ে আগামী নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন আসিফ মাহমুদ। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়ার পর তার হঠাৎ গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে জোরদার হয়েছে রাজনৈতিক জল্পনা।

তিনি কোন দলে যোগ দেবেন—এনসিপি, বিএনপি নাকি গণঅধিকার পরিষদ—এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তার সম্ভাব্য পদত্যাগ ও আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা।