লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৪ সালের ৫ আগস্টের পর একাধিকবার দেশে ফেরার কথা থাকলেও এখনো দেশে ফিরেননি। সম্প্রতি তাঁর মা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থার সময়ও দেশে ফেরার গুঞ্জন উঠেছিল, কিন্তু তাও বাস্তব হয়নি।
এ ঘটনায় বিভিন্ন মহলে শুরু হয়েছে নানা আলোচনা—তারেক রহমান দেশে না ফেরার পেছনে কি দেশ–বিদেশের কোনো ষড়যন্ত্র রয়েছে?
তবে এসব গুঞ্জন নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্রের প্রশ্নে কখনোই আপোষ করেনি। ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এ কথা ভাবার কোনো অবকাশ নেই।’
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশান চেয়ারপার্সন অফিসে অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমানও।
মির্জা ফখরুল আরও বলেন, ‘সামনের নির্বাচনে বিএনপিকে পূর্ণ বিজয় নিশ্চিত করতে হবে। যে দল স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে।’
এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানিয়েছেন, বিজয়ের মাস ডিসেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান। এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি বলেন, ‘তারেক রহমান বিজয়ীর বেশে দেশে ফিরবেন। তিনি প্রশ্নবিদ্ধভাবে আসবেন না—সাবলীলভাবে দেশে ফিরবেন।’





















