ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কোনো ব্যক্তি বা সংগঠনের জন্য নির্বাচন পেছাতে পারে না : সারজিস

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৫০৭ বার পড়া হয়েছে

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আগামী নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকারের ঘোষণায় এনসিপির কোনো সন্দেহ বা দ্বিমত নেই। কোনো ব্যক্তি বা সংগঠনের কারণে নির্বাচন পিছিয়ে যাবে—এমন প্রত্যাশাও করেন না তারা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এনসিপির ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “আমরা চাই একটি লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হোক। যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হয়, তাহলে ডিসেম্বরের মধ্যেই জেলার উপজেলাসহ সব ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। সংগঠনকে শক্তিশালী করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে স্বচ্ছ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত করতে হলে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দেশের দুই রাজনৈতিক দলের প্রতিযোগিতার সরল সমীকরণ এবার আর কার্যকর থাকবে না জানিয়ে তিনি বলেন, “এবার দ্বিতীয় শক্তিশালী রাজনৈতিক দলই নির্ধারণ করবে নতুন সরকার কারা গঠন করবে।”

সংস্কারের পক্ষে থাকা দলগুলোকে নিয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠনের কথা উল্লেখ করে সারজিস আলম বলেন, সামনে আরও দল নিয়ে ঐক্যবদ্ধ হয়ে একক প্রতীকে নির্বাচনে যাওয়ার চেষ্টা চলছে। মাঠের পরিস্থিতি বদলে গেছে জানিয়ে তিনি বলেন, “জনগণ এখন জুলুম ও অপকর্মকারীদের বয়কট করছে। যারা মানুষের পাশে কাজ করছে, জনগণের সমর্থন তাদের দিকেই যাচ্ছে। মাঝামাঝি অবস্থানের দল হিসেবে এনসিপি সেই সুযোগ কাজে লাগাতে চায়।”

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক রফিকুল আলম, সদস্য সচিব খলিলুর রহমানসহ অন্যান্য নেতারা।

জনপ্রিয় সংবাদ

সরকার গঠন করলে আমি যা বলবো তাই আইন, তাই আল্লাহর হুকুম: বিএনপি প্রার্থী

কোনো ব্যক্তি বা সংগঠনের জন্য নির্বাচন পেছাতে পারে না : সারজিস

আপডেট সময় ০৯:১৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আগামী নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকারের ঘোষণায় এনসিপির কোনো সন্দেহ বা দ্বিমত নেই। কোনো ব্যক্তি বা সংগঠনের কারণে নির্বাচন পিছিয়ে যাবে—এমন প্রত্যাশাও করেন না তারা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এনসিপির ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “আমরা চাই একটি লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হোক। যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হয়, তাহলে ডিসেম্বরের মধ্যেই জেলার উপজেলাসহ সব ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। সংগঠনকে শক্তিশালী করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে স্বচ্ছ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত করতে হলে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দেশের দুই রাজনৈতিক দলের প্রতিযোগিতার সরল সমীকরণ এবার আর কার্যকর থাকবে না জানিয়ে তিনি বলেন, “এবার দ্বিতীয় শক্তিশালী রাজনৈতিক দলই নির্ধারণ করবে নতুন সরকার কারা গঠন করবে।”

সংস্কারের পক্ষে থাকা দলগুলোকে নিয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠনের কথা উল্লেখ করে সারজিস আলম বলেন, সামনে আরও দল নিয়ে ঐক্যবদ্ধ হয়ে একক প্রতীকে নির্বাচনে যাওয়ার চেষ্টা চলছে। মাঠের পরিস্থিতি বদলে গেছে জানিয়ে তিনি বলেন, “জনগণ এখন জুলুম ও অপকর্মকারীদের বয়কট করছে। যারা মানুষের পাশে কাজ করছে, জনগণের সমর্থন তাদের দিকেই যাচ্ছে। মাঝামাঝি অবস্থানের দল হিসেবে এনসিপি সেই সুযোগ কাজে লাগাতে চায়।”

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক রফিকুল আলম, সদস্য সচিব খলিলুর রহমানসহ অন্যান্য নেতারা।