চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক সাবেক এমপি আমিনুল ইসলাম বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি সম্প্রতি প্রকাশিত এক ৪২ সেকেন্ডের ভিডিওতে বলেন, আগামী দুইদিনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করবে এবং তখন “কথা বলার মানুষই থাকবে না। আমি যা বলবো তাই আইন, আল্লাহর হুকুম।”
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হলে জেলাজুড়ে সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়। ভিডিওতে আমিনুল ইসলাম স্থানীয় একটি বিল সংক্রান্ত বিষয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘এটাকে শক্ত হাতে দমন করতে হবে, মন মানসিকতা দিয়ে। যা ভাগ করে দিয়েছি তার বাইরে কোনো সুচ লড়বে না। ভোটের আগে এগুলো নিয়ে আর বসবো না।’
স্থানীয় সূত্রে জানা গেছে, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ছোট-বড় বিল নিয়ে দ্বন্দ্ব বিরাজ করছে এবং এই বিলের উপর হাই কোর্টে মামলা চলমান। এছাড়া বিলটি থেকে সরকার প্রতি বছর রাজস্ব হারাচ্ছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি নেতা আমিনুল ইসলামের বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে এই বিতর্কিত মন্তব্য করা হয়।
নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন বলেন, “আমিনুল হাজির এমন বক্তব্যে আমরা চরমভাবে বিব্রত। তিনি দলীয় আদর্শ থেকে এমন বক্তব্য দিতে পারেন না। বিষয়টি আমরা কেন্দ্রীয় নেতৃত্বকে জানাবো।”
বক্তব্য সংক্রান্ত বিষয়ে আমিনুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।




















